দুবাই: শুধু গেটওয়ে অব ইন্ডিয়াই নয়, মুম্বইয়ে পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে মন্নত(Mannat)-ও। মুম্বই ঘুরতে গেলেই সকলে দেখতে যান মন্নত। শুধু একটা আশাতেই, যদি একবার বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) দেখা পাওয়া যায়। তবে শাহরুখ খানের কিন্তু শুধু মুম্বইতেই বাড়ি নেই। বিদেশের মাটিতেও রয়েছে তাঁর ঠিকানা। এর মধ্যে সবথেকে নজরকাড়া ঠিকানা হল দুবাইয়ে। পাম জুবেইরাতে কোটি টাকার ওই বাড়ির নাম জন্নত (Jannat)। বাড়ির নেমপ্লেটে সোনার জলে লেখা রয়েছে শাহরুখের নাম। দুবাইয়ে বাদশার প্রতিবেশী কে জানেন? নাম শুনলে মাথা ঘুরে যাবে আপনার।
সম্প্রতিই দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট ২০২৪-তে যোগ দিয়েছিলেন বলিউডের কিং খান। সেখানে তিনি কথা বলছিলেন কেন দুবাই তাঁর এত প্রিয়, তা নিয়ে। সেই কথার ফাঁকেই তিনি বলে ফেলেন তাঁর পড়শির নাম। শাহরুখ জানান, তাঁর প্রতিবেশী বিলিওনিয়ার শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতৌম।
শাহরুখ বলেছেন, “আমি দুবাইতে অনেকটা সময় কাটাই। আমায় নাখিল খুব সুন্দর একটা বাড়ি উপহার দিয়েছে। এটা বিশ্বের অন্যতম সুন্দর জায়গা কারণ এখানে কেউ আমায় বিরক্ত করে না। আর দুবাইয়ের প্রধানমন্ত্রীও আমায় বলেছেন যে আমার বাড়ির পাশেই থাকেন তিনি। আগামী বছরের নববর্ষের পার্টি ওনার সঙ্গেই করব। খুব ভাল প্রতিবেশী উনি। আমার খুব ভাল লাগে দুবাই। দারুণ সময় উপভোগ করি এখানে।”
শাহরুখের প্রতিবেশী সাধারণ কেউ নন, দুবাইয়ের বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র ১.৪ লক্ষ কোটি টাকা। তবে প্রশাসক হিসাবে নয়, তাঁর আয়ের মূল উৎস হল রিয়েল এস্টেট। এমিরেটস এয়ারলাইন্স, ডিপি ওয়ার্ল্ড ও জুমেইরাহ গ্রুপের মতো নামকরা সংস্থাতেও বিপুল বিনিয়োগ করেছেন শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতৌম।
বেল কেমব্রিজ থেকে স্নাতক শেখ মহম্মদের একাধিক স্ত্রী রয়েছে। মোট ২৩টি সন্তান রয়েছে তাঁর। তবে এখনও তিনি প্রথম স্ত্রী, শেখা বিন্ত মাকতৌম আল মাকতৌমের সঙ্গেই থাকেন। তাঁদের ১২টি সন্তান রয়েছে। প্রথম স্ত্রীরই সন্তান হামাদান বিন মহম্মদ আল মাকতৌম দুবাইয়ের ক্রাউন প্রিন্স। তাঁরা জ়াবিল প্যালেসে থাকেন। ১৫ হেক্টরের উপরে তৈরি এই প্রাসাদে মোট ১৫০টি কামরা রয়েছে।