AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina on ICT Verdict: ‘সাহস থাকলে…’, ফাঁসির সাজা ঘোষণা হতেই বড় হুঁশিয়ারি হাসিনার

Sheikh Hasina Reaction: কিন্তু এই কোনও রায়কেই চূড়ান্ত মানতে নারাজ দেশান্তরী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রায় ঘোষণার পরই আওয়ামী লিগের সমাজমাধ্য়মে পোস্ট হয়েছে শেখ হাসিনার প্রতিক্রিয়া। সমস্ত অভিযোগকে নস্যাৎ করে, গোটা রায়দান প্রক্রিয়াকে 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' বলে কটাক্ষ করেছেন তিনি।

Sheikh Hasina on ICT Verdict: 'সাহস থাকলে...', ফাঁসির সাজা ঘোষণা হতেই বড় হুঁশিয়ারি হাসিনার
শেখ হাসিনাImage Credit: X
| Updated on: Nov 17, 2025 | 4:26 PM
Share

ঢাকা: বিচারের নামে প্রহসন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের দেওয়া রায়কে ঠিক এই সুরেই কটাক্ষ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন ট্রাইবুন্যালের তিন বিচারপতি বিশিষ্ট বেঞ্চ। ফাঁসির সাজা দেওয়া হয়েছে এই মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে। পাশাপাশি, এই মামলায় দোষী সাব্যস্ত আরেক আসামী তথা বাংলাদেশের প্রাক্তন পুলিশকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ার সুবাদে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইবুন্যাল।

কিন্তু এই কোনও রায়কেই চূড়ান্ত মানতে নারাজ দেশান্তরী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রায় ঘোষণার পরই আওয়ামী লিগের সমাজমাধ্য়মে পোস্ট হয়েছে শেখ হাসিনার প্রতিক্রিয়া। সমস্ত অভিযোগকে নস্যাৎ করে, গোটা রায়দান প্রক্রিয়াকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে কটাক্ষ করেছেন তিনি।

কী বার্তা হাসিনার?

মোট পাঁচ পাতার সেই বিবৃতিতে হাসিনা লিখেছেন, ‘এই রায় পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওঁরা ওঁদের চরমপন্থী ভাবধারাকে মানুষের সামনে তুলে ধরেছে। এই নামমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের দেওয়া রায়ের কোনও ভিত্তি নেই।’

এখানেই থেমে থাকেননি হাসিনা। তাঁকে দোষী সাব্যস্ত করার এই রায় আগে থেকেই নির্ধারিত ছিল বলেই দাবি মুজিব-কন্যার। তাঁর কথায়, ‘ইউনূস সরকার নিজের ব্যর্থতা ঢাকতে দেশের বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্য়বহার করছে। বাংলাদেশ ট্রাইবুন্যালের এই রায়কে কোনও পেশাদার আইনজীবী সমর্থন করবেন না।’ বাংলাদেশে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের অস্তিত্ব নিয়েও অনেক প্রশ্ন তুলে দিয়েছেন হাসিনা।

তাঁর কথায়, ‘নামে আন্তর্জাতিক লেখা থাকলেও, কাজে নয়। এটা স্পষ্ট, ইউনূস সরকার নিজেদের রাগ মেটাতে এই আদালতকে ব্যবহার করেছে। আমি আগে ওঁদের চ্যালেঞ্জ করেছি। আবারও করছি। সাহস থাকলে আমার বিরুদ্ধে হগে স্থিতু আন্তর্জাতিক অপরাধ আদালতে যান। আমি এটাও জানি, ওরা যাবে না। কারণ, আইসিসি আমাকে রেহাই দেবে।’