Sheikh Hasina: ‘ইউনূস নির্বাচন করানোর লোক নয়’, অডিয়ো বার্তায় গর্জে উঠলেন হাসিনা

Sheikh Hasina: ইউনূসের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে হাসিনার দল আওয়ামী লিগ, যাদের সম্প্রতি বাংলাদেশে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, ইউনূস নিজের দোষ ঢাকতে মিথ্যা কথা বলছে।

Sheikh Hasina: ইউনূস নির্বাচন করানোর লোক নয়, অডিয়ো বার্তায় গর্জে উঠলেন হাসিনা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Image Credit source: PTI

Jun 07, 2025 | 1:18 PM

ঢাকা: শুক্রবার ফের সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অডিয়ো বার্তায় ফের একবার মহম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। হাসিনার দাবি, ইউনূসের রাজত্বে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। মহম্মদ ইউনূস ভোট করাতে চান না বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ঘোষণা করেছেন, ২০২৬-এর এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এরপরই অডিয়ো বার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন হাসিনা। তিনি বলেন, “এই সরকার গোটা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি বলছি, মহম্মদ ইউনূস নির্বাচন করানোর লোক নয়। আমাদের আমলে তো বাজেট বৃদ্ধি পেয়েছিল, এবার সেটাও কমে যাচ্ছে। আমাদের তৈরি করা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের আকাশ বাতাস জুড়ে শুধুই স্বজন হারানোর হাহাকার। এই সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।”

ইউনূসের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে হাসিনার দল আওয়ামী লিগ, যাদের সম্প্রতি বাংলাদেশে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, ইউনূস নিজের দোষ ঢাকতে মিথ্যা কথা বলছে।

বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি। আওয়ামী লিগের আরও দাবি, ইউনূস সরকার বাংলাদেশের মানুষের থেকে বেশি বিদেশি স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। উল্লেখ্য, ইউনূসের ঘোষণা করা ভোটের সময় মানতে নারাজ আর এক রাজনৈতিক দল বিএনপিও। তাদের দাবি, চলতি বছরেই করা হোক নির্বাচন।