আঙ্কারা: ফের রাতের আকাশ হয়ে উঠল সবুজ। তার সঙ্গে দেখা দিল তীব্র আলোর ঝলকানি। যেন রাতের অন্ধকারে হঠাৎ করেই আকাশে আলো জ্বলে উঠল। শনিবার রাতে এমনই বিরল ঘটনার সাক্ষী হয়েছে তুরস্কের (Turkey) শহর এরজুরুম। বলা যায়, উল্কাপাতের (Meteor shower) পরই আকাশের রং সবুজ হয়ে যায়। যদিও উল্কাপাতের সঙ্গে আকাশের রঙ সবুজ হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। তবে আকাশের সেই বিরল মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি উল্কা খসে পড়ছে। তারপরই দিনের আলোর মতো আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। এরপর আরও নানান রঙের ঝলকানি দেখা যায় আকাশে। তারপর আবার আকাশের রং সবুজ হয়ে ওঠে এবং মেঘ ভেদ করে সবুজ আকাশ থেকে নেমে আসছে সাদা রঙের উল্কা। এরপর পুরো আকাশ একেবারে সবুজ হয়ে ওঠে এবং তার মাঝখান দিয়ে অগ্নিপণ্ডের মতো নেমে আসে উল্কা।
Green meteor lights up the sky over Turkey on Saturday.pic.twitter.com/Y89ORYz6CP
— Science girl (@gunsnrosesgirl3) September 3, 2023
তুরস্কের শহরে উল্কাপাতের খবরটি নিশ্চিত করেছে সে দেশের জ্যোর্তিবিজ্ঞান দফতর। উল্কাপাতের ফলেই আকাশের রং বদলে যায় বলে জানা গিয়েছে। যদিও উল্কাপাতের সঙ্গে আকাশের রং বদল কেন হল, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এই ধরনের বিরল উল্কাপাতের ঘটনা তুরস্কে এটাই প্রথম নয়। বছর দুয়েক আগেও এরকমই মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছিল তুরস্কের ইজমির শহর। সেবার দুপুরেই নেমে এসেছিল অন্ধকার। তারপর একটি প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং গোটা এলাকা সবুজ আলোয় ছেয়ে যায়।