Smallest Army of the World: বিশ্বের সবচেয়ে পুরনো ও ক্ষুদ্রতম সেনাবাহিনী! জানেন কোন দেশে রয়েছে?

Swiss Guard: গিনেস বুক অফ রেকর্ডসের তথ্য বলছে, ভ্যাটিকান সিটির পন্টিফিকাল সুইস গার্ড হল বিশ্বের প্রাচীনতম স্থায়ী সামরিক ইউনিট। এর প্রতিষ্ঠা হয়েছিল ১৫০৬ সালের ২১ জানুয়ারি। পোপ দ্বিতীয় জুলিয়াসের আদেশে ওই বাহিনী প্রতিষ্ঠা করা হয়।

Smallest Army of the World: বিশ্বের সবচেয়ে পুরনো ও ক্ষুদ্রতম সেনাবাহিনী! জানেন কোন দেশে রয়েছে?
Image Credit source: Franco Origlia/Getty Images

Sep 25, 2025 | 6:11 PM

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু জানেন কি, বিশ্বের সবচেয়ে পুরনো সেনাবাহিনী কোনটি? কেবল পুরনো নয়, একইসঙ্গে ক্ষুদ্রতম সেনাও তারাই!

গিনেস বুক অফ রেকর্ডসের তথ্য বলছে, ভ্যাটিকান সিটির পন্টিফিকাল সুইস গার্ড হল বিশ্বের প্রাচীনতম স্থায়ী সামরিক ইউনিট। এর প্রতিষ্ঠা হয়েছিল ১৫০৬ সালের ২১ জানুয়ারি। পোপ দ্বিতীয় জুলিয়াসের আদেশে ওই বাহিনী প্রতিষ্ঠা করা হয়। তবে, এর ইতিহাস নাকি ১৪০০ সালেরও পুরনো।

ছোট্ট এই সেনা দলের উদ্দেশ্য হল বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি ও স্বয়ং পোপকে রক্ষা করা। এই সেনা দলকে বলা হত পোপ স্বিতীয় জুলিয়াসের নিজস্ব রক্ষী। বর্তমানে তারা গিনেস বুকে দুটি রেকর্ড ধরে রেখেছেএকটি প্রাচীনতম আর অন্যটি ক্ষুদ্রতম সেনাবাহিনী হিসাবে।

তবে এই দলে যোগ দেওয়ার নিয়ম বেশ কঠোর। ১৯ থেকে ৩০ বছর বয়সী সুইস ক্যাথলিক পুরুষরাই কেবলমাত্র এই বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। গার্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, এই বাহিনীতে যোগ দিতে চাওয়া যুবকের উচ্চতা হতে হবে ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি। নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকলেও, তারা কিন্তু পর্যটকদের সঙ্গে ছবি তোলার বা কৌতূহল মেটানোর জন্যও হাসি মুখে পোজ দেন।