Japanese Baba Vanga: সত্যিই মিলে গেল জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! এল সুনামি, আর কী কী বিপদ আসছে ধেয়ে?

Japanese Baba Vanga: বুধবার অতি শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প হয় রাশিয়ার কামচাটকায়। এরপরই সুনামি আছড়ে পড়ে রাশিয়ার কুরিল দ্বীপ ও জাপানের উত্তরে হোকাইডো দ্বীপে। সুনামিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা।

Japanese Baba Vanga: সত্যিই মিলে গেল জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! এল সুনামি, আর কী কী বিপদ আসছে ধেয়ে?
মিলেই গেল জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী।Image Credit source: PTI

|

Jul 31, 2025 | 8:40 AM

টোকিয়ো: কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তারিখ না মিললেও, মিলেই গেল জাপানিজ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। রাশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্প এবং তারপর জাপান সহ একাধিক জায়গায় সুনামি আছড়ে পড়তেই আতঙ্কে মানুষ। জাপানি বাবা ভাঙ্গা রিও তাতসুকি তো এই ধরনের ভয়ঙ্কর বিপর্যয়ের উল্লেখ করেছিলেন।

বুধবার অতি শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প হয় রাশিয়ার কামচাটকায়। এরপরই সুনামি আছড়ে পড়ে রাশিয়ার কুরিল দ্বীপ ও জাপানের উত্তরে হোকাইডো দ্বীপে। সুনামিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা। তবে এর মধ্যেও সবাইকে ভাবাচ্ছে যে জাপানি মাঙ্গা আর্টিস্ট রিও তাতসুকি তো ১৯৯৯ সালে তাঁর বইতে এমন বিপর্যয়ের কথা লিখেছিলেন।

সেই বইতে লেখা ছিল, ২০২৫ সালের ৫ জুলাই ভূমিকম্প এবং তার জেরে ভয়াবহ সুনামি হবে। ওই দিন জাপানের বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় ভূমিকম্প হলেও, সুনামি হয়নি। প্রথমবার কি তবে মিথ্যা প্রমাণিত হল রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী? নাহ, সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার আগেই় জাপানে সুনামি হয়ে গেল।

সুনামির পরই বহু মানুষ বলছেন, জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে গেল। অনেকে আবার বলছেন, হয়তো রিও তাতসুকি ৫ জুলাইয়ের কথা বলেননি, বরং গোটা মাস জুড়েই বিপদের সতর্কতা দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া জুড়ে জাপানি বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণীই ভাইরাল।

উল্লেখ্য, রিও তাতসুকির ভবিষ্যদ্বাণীর পরই জুলাই মাসের শুরুতে পর্যটকদের বিমান বুকিংয়ে ৮৩ শতাংশ পতন হয়েছিল। এর আগে প্রিন্সেস ডায়নার মৃত্যু থেকে করোনা সংক্রমণ, জাপানি বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যতদ্বাণী মিলে গিয়েছে।