Pakistan: রাশিয়ার ডিফেন্স সিস্টেমকে নিজেদের বলে ‘দাবি’, পাক সেনাকে নিয়ে তুমুল হাসাহাসি নেটপাড়ায়

Pakistan Army: রাত পোহালেই বসতে চলেছে ভারতের নিরাপত্তা বিষয়কত কমিটির দ্বিতীয় বৈঠক। যদিও তার আগে এদিনই নয়া দিল্লিতে নিজের বাসভবনে বড় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Pakistan: রাশিয়ার ডিফেন্স সিস্টেমকে নিজেদের বলে ‘দাবি’, পাক সেনাকে নিয়ে তুমুল হাসাহাসি নেটপাড়ায়
সোশ্যাল মিডিয়ায় হাসির রোল Image Credit source: X

| Edited By: জয়দীপ দাস

Apr 29, 2025 | 9:00 PM

কলকাতা: প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা! আর তাতেই ভয়ে হাঁটু কাঁপছে পাকিস্তানের। ল্যাজেগোবরে অবস্থা পাক সেনারও। এরইণধ্যে পাকিস্তানের বায়ু সেনার তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ঘিরে শুরু হয়ে গিয়েছে তুমুূল চর্চা। নিজেদের বায়ুসেনা কতটা শক্তিশালী এবং দেশকে রক্ষা করতে কতটা সক্ষম তাই ভিডিয়ো বার্তার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর এখানেই দানা বেঁধেছে বিতর্ক। 

সমর বিশেষজ্ঞদের বড় অংশ বলছেন, এই ভিডিয়ো পোস্টে মস্ত বড় ভুল করে ফেলেছে পাকিস্তান। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-400 দিয়ে পাকিস্তান নিজেদের আকাশ সুরক্ষার ব্যবস্থা করছে বলে দেখানো হয়েছে। কিন্তু, এই প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ভারতের কাছে। পাকিস্তানের কাছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নেই। তাহলে কিসের ভিত্তিতে এই পোস্টে S -400 দেখালো? সেটা নিয়েই রীতিমতো সমালোচনার সুর বিভিন্ন মহলে। 

এমনকি এই ভিডিওর মধ্যে ফ্যালকন যুদ্ধবিমান এবং স্পেস এক্স – কেও দেখানো হয়েছে। যা পাকিস্তানের কাছে দূর-দূরান্ত পর্যন্ত নেই। এত বড় হাস্যকর ভুল নিজেদের শক্তি প্রদর্শনকারী পোস্টে কিভাবে যুক্ত করা হল তা ভাবাচ্ছে অনেককেই। অস্বস্তিতে পাক সেনাও। 

অন্যদিকে রাত পোহালেই বসতে চলেছে ভারতের নিরাপত্তা বিষয়কত কমিটির দ্বিতীয় বৈঠক। যদিও তার আগে এদিনই নয়া দিল্লিতে নিজের বাসভবনে বড় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ওই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। এমনকী কোন রাস্তায় পাল্টা আক্রমণ, কোন রাস্তায় টার্গেট, কীভাবে অপারেশন, সে বিষয়ে সেনার পূর্ণ স্বাধীনতা রয়েছে সেনার।