বিক্রি হয়ে যাওয়া নবজাতক খুঁজে পেল মায়ের কোল

সুমন মহাপাত্র | Edited By: tista roychowdhury

Mar 03, 2021 | 10:31 PM

২২ দিনের শিশুকন্য়াকে ১ লক্ষ ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন ভ্যানচালক দম্পতি।

বিক্রি হয়ে যাওয়া নবজাতক খুঁজে পেল মায়ের কোল
প্রতীকী চিত্র।

Follow Us

নাটোর: ঋণ শোধ করার জন্য নিজের ২২ দিনের শিশুকে ১ লক্ষ ১০ হাজার টাকা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন মা। বাবা পেশায় ভ্যানচালক। রোজগার কম, তাই এই পথে হাঁটতে হয়েছিল তাঁদের। কিন্তু প্রশাসনের তৎপরতায় সেই শিশু ফিরে এল মায়ের কোলে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নাটোরে। সেখানে ২২ দিনের শিশুকন্যাকে  ১ লক্ষ ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন ভ্যানচালক দম্পতি।

পরে নবজাতককে উদ্ধার করে সেই ভ্যানচালক দম্পতির হাতে তুলে দিলেন উপজেলার প্রশাসক মহম্মদ শাহরিয়াজ। এরই সঙ্গে ভ্যানচালক দম্পতির হাতে তুলে দেওয়া হয় নতুন ভ্য়ান ও নগদ কিছু টাকা। ওই ভ্যানচালক নাটোর উপজেলার কয়েন গ্রামের বাসিন্দা। শিশুটিকে বিক্রি করার পর তার ঠাঁই হয়েছিল ঈশ্বরদী উপজেলার সারাইকান্দি কারিগর পাড়ার রফিকুল ইসলামের বাড়িতে। সেখান থেকেই শিশুটিকে উদ্ধার করে নিজের মা-বাবার হাতে তুলে দিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানিয়েছেন, খবরটি জানার পর থেকেই মায়া হচ্ছিল। তখনই শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা করেছে প্রশাসন। শাহরিয়াজ বলেন, “শিশুটিকে মায়ের কোলে তুলে দিতে পেরে আমার খুব ভাল লাগছে।”

আরও পড়ুন: আরও একদল রোহিঙ্গাকে ভাসানচরে আশ্রয় দিচ্ছে হাসিনা প্রশাসন

Next Article