
নয়া দিল্লি: কথায় বলে ‘ঘুমন্ত বাঘকে জাগাতে নেই…’ কিন্তু পাকিস্তান সেই কাজই করেছে। একাধিকবার নিষেধ সত্ত্বেও কথা শোনেনি। ক্রমাগত দেশের ভিতরে ‘পুষেছে’ জঙ্গি। আর তারপর পাক মদতপুষ্ট সেই জঙ্গিরা বারেবারে এ দেশের মাটিতে আঘাত করেছে। সাধারণ নীরিহ মানুষদের খুন করেছে। এই পরিস্থিতিতে ভারত যে পাকিস্তানকে জবাব দেবে তা বলার অপেক্ষা রাখে না। নিজেদের কৃতকর্মের ফল ইতিমধ্যেই পেতে শুরু করেছে পড়শি দেশ। তবে এরই মধ্যে দেখা যাচ্ছে, অন্ধকারের সুযোগে লাহোর থেকে একটা বিমান উড়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কোথায়? ভারতের ভয়ে গিয়ে পালাচ্ছে কেউ?
লাহোর-ইসলামাবাদে ব্ল্যাক আউট চলছে। পাকিস্তানের আকাশপথ বন্ধ রয়েছে। তারপরও দেখা যাচ্ছে লাহোর থেকে একটা বিমানে ওড়ার চেষ্টা করছে। জানা যাচ্ছে, ABY553 এই নম্বরের লাহোর থেকে একটি বাণিজ্যিক বিমান ওড়ার চেষ্টা করছে। কে যেতে চাইছেন এই এয়ারক্রাফ্টে করে? আকাশ পথ বন্ধ তারপরও বিমানে চড়ে কে পালানোর চেষ্টা করছে পাকিস্তান ছেড়ে? তবে কি পালানোর চেষ্টা করছেন শাহবাজ শরিফ? নাকি আসিম মুনীর? নাকি পালাতে চাইছেন আসিফ মালিক নাকি পাকিস্তানের অন্য কেউ….। এমনই বড় প্রশ্ন উঠছে।