নিউ ইয়র্ক: রাস্তার মধ্যে হচ্ছে হরিনাম সংকীর্তন। দূর থেকে তা দেখেছিলেন স্পাইডারম্যান সাজা এক ব্যক্তি। তা দেখেই রাস্তা পেরিয়ে চলে এলেন তিনি। হরিনামের সুরে শুরু করলেন নাচ। স্পাইডারম্যানকে নাচতে দেখে আরও উৎসাহিত হয়ে পড়েন সংকীর্তনে অংশ নেওয়া ভক্তরা। তাঁরাও স্পাইডারম্যানের সঙ্গে নাচতে থাকেন। সম্প্রতি এ রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হরিনামের তালে স্পাইডারম্যানের নাচ নজর কেড়েছে নেটিজেনদের।
জানা গিয়েছে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। সেই শহরের বিখ্যাত জায়গা টাইমস স্কোয়্যারে জড়ো হয়েছিলেন বেশ কয়েক জন ভক্ত। তাঁরা খোল করতাল বাজিয়ে মেতেছিলেন হরিনামে। ঘুরে শরীর দুলিয়ে হরিনাম করছিলেন তাঁরা। তা দেখেই সেখানে ছুটে আসেন স্পাইডারম্যান সেজে থাকা ওই ব্যক্তি। তিনিও হরিনামে মাতোয়ারা হন। নাচতে থাকেন খোলের তালে। তা দেখতে রীতিমতো ভিড় জমিয়েছিলেন সেখানে।
🌳🌻When Spiderman join Hare Krsna sankirtan 🤭🤭
😂#iskcon#kirtan#KrishnaConsiousness pic.twitter.com/ZQno3gVrAN— 🌳 Radha Rani 🍁🌻 (@sri_sukhavacha) November 15, 2023
এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। লক্ষাধিক বার এই ভিডিয়ো দেখা হয়েছে। প্রচুর মানুষ হরিনামের সুরে স্পাইডারম্যানের নাচ দেখে মোহিত। এ নিয়ে বিভিন্ন মন্তব্যও করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “ঠিক পথে এসেছেন স্পাইডারম্যান। হরে কৃষ্ণ।” কেউ লিখেছেন, “স্পাইডারম্যান প্রভুর জয়।”