Sri Lanka Crisis: নকল আলমারি, দরজা ঠেলতেই দেখা মিলল গোপন সুড়ঙ্গের… তবে কি এই পথেই পালান রাজাপক্ষে?
কারণ, শনিবার থেকে রাষ্ট্রপতি ভবন ঘিরে রেখেছিলেন বিক্ষোভকারীরা। সেক্ষেত্রে সুড়ঙ্গ ছাড়া আর কোনও পথ রয়েছে কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।
প্রেসিডেন্টের বেডরুমের ভিতর একটি কাঠের আলমারি। সেটির দরজা সরাতেই দেখা যায় সামান্য জায়গা। মজবুত একটি লোহার দরজা সেখানে। এরপরই সরু সিঁড়ি নেমে গিয়েছে গভীরে। এমনভাবে তা তৈরি হয়েছে, যদি কোনও বিপদ আসে তা হলে যাতে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে রাষ্ট্রপতিকে বের করা যায়। শনিবার তেমনই কিছু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
प्रेसीडेंट हाउस पर कब्जा…कैमरे में क्या-क्या दिखा? #InternationalNews | #SriLankaCrisis | #SrilankaProtest | @upadhyayabhii | @karunashankar pic.twitter.com/QuXIaBzxkY
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) July 10, 2022
কারণ, শনিবার থেকে রাষ্ট্রপতি ভবন ঘিরে রেখেছিলেন বিক্ষোভকারীরা। সেক্ষেত্রে সুড়ঙ্গ ছাড়া আর কোনও পথ রয়েছে কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। সুড়ঙ্গের সিঁড়ি বেয়ে নীচে নামলে দু’টি রাস্তা। একটি দিয়ে প্রাসাদের বাইরে বেরোনো যায়। অন্যটি দিয়ে কয়েক ধাপ নামলে লুকিয়ে থাকার জায়গা রয়েছে। শনিবার শ্রীলঙ্কার নৌসেনার একটি জাহাজে প্রচুর সুটকেস তুলতে দেখা যায়। মনে করা হচ্ছে, ওই জাহাজে চেপেই দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট। শনিবার শ্রীলঙ্কার সংসদের স্পিকার জানান, তাঁর সঙ্গে রাজাপক্ষের কথা হয়েছে। তিনি আগামী বুধবার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেবেন। নতুন সরকার নির্বাচন না করা অবধি স্পিকারই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।