Nahid Islam: হাসিনাকে করেছেন দেশছাড়া! ‘মাস্টারমাইন্ড’ ছাত্রনেতা নাহিদের মাসিক আয় জানেন?

Bangladesh Election Update: প্রথমে ছিলেন বাংলাদেশের ছাত্রনেতা তথা 'বৈষম্য়বিরোধী ছাত্র আন্দোলন'-এর অন্যতম সমন্বয়ক। এখন হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-র আহ্বায়ক। ইনি নাহিদ ইসলাম। কোটা সংস্কার বিরোধী আন্দোলন থেকে উত্থান। যার জেরে প্রধানমন্ত্রীর পদ এবং শেষে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। সেই নাহিদ এখন মেতেছেন ভোটের অঙ্কেও।

Nahid Islam: হাসিনাকে করেছেন দেশছাড়া! মাস্টারমাইন্ড ছাত্রনেতা নাহিদের মাসিক আয় জানেন?
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামImage Credit source: X | Getty Image

|

Jan 02, 2026 | 2:52 PM

ঢাকা: গালে চাপদাড়ি। মাথায় ঢেউ খেলানো চুল। তন্ময় দৃষ্টি, কণ্ঠে রুদ্র। ভাষণের সময় তাঁর মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। প্রথমে ছিলেন বাংলাদেশের ছাত্রনেতা তথা ‘বৈষম্য়বিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক। এখন হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-র আহ্বায়ক। ইনি নাহিদ ইসলাম। কোটা সংস্কার বিরোধী আন্দোলন থেকে উত্থান। যার জেরে প্রধানমন্ত্রীর পদ এবং শেষে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। সেই নাহিদ এখন মেতেছেন ভোটের অঙ্কেও।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মনোনয়ন জমার কাজ। স্থানীয় একাধিক সংবাদমাধ্যম তরফে জানা গিয়েছে, ঢাকা-১১ সংসদীয় আসন থেকে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে সেই মর্মে জমা দিয়েছেন নিজের মনোনয়ন পত্র। তুলে ধরেছেন আয় ও সম্পত্তির খতিয়ানও।

নাহিদের সেই হলফনামা নিয়ে বিশ্লেষণ করেছে ‘প্রথম আলো’। তাঁদের প্রতিবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী, নাহিদ পেশায় পরামর্শক। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কিন্তু আয় অনেকটাই। বছরে ১৬ লক্ষ টাকা আয় করেন নাহিদ ইসলাম। অর্থাৎ মাসে প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা। তবে নিজের বাড়ি-গাড়ি বা কোনও স্থাবর সম্পত্তি তিনি রাখেননি। রয়েছে ৩০ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি। এর বাইরে তাঁর স্ত্রীর নামে রয়েছে ১৫ লক্ষ টাকা অস্থাবর সম্পত্তি।

কোথায়, কত জমানো?

প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, নিজের কাছে মোট ১৯ লক্ষ ৫০ হাজার টাকা নগদ রেখেছেন নাহিদ ইসলাম। ব্য়াঙ্কে তাঁর নামে জমা রয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা। এছাড়াও রয়েছে ৭ লক্ষ ৭৫ হাজার টাকার গয়না, ১ লক্ষ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লক্ষ ৭০ হাজার টাকার আসবাব। নাহিদের নামে কোনও ঋণ নেই। তবে রয়েছে তাঁর স্ত্রীয়ের নামে। একটি বেসরকারি ব্যাঙ্কে থেকে সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছেন তিনি।