Explained: সুশীলার যা একদিন, ইউনূসের তা এক বছর! কেন?

Sushila Karki News: পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে দুই থেকে তিনদিনের গণঅভ্যুত্থানে গোটা সরকার পড়ে যায়। পার্লামেন্ট চলে যায় তরুণদের দখলে। দাবি তোলা হয় নতুন অন্তর্বর্তী সরকার গঠনের। এই সময় একাধিক নাম উড়ে বেড়িয়েছিল গোটা কাঠমান্ডু জুড়ে। কিন্তু সেই সবাইকে পেরিয়ে এগিয়ে আসেন নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধানবিচারপতি সুশীল কারকি। তার ঘাড়েই সপে দেওয়া হয় দায়িত্ব।

Explained: সুশীলার যা একদিন, ইউনূসের তা এক বছর! কেন?
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Graphics - Abhijit Biswas

|

Sep 28, 2025 | 11:55 AM

কলকাতা: শ্রীলঙ্কা-বাংলাদেশ-নেপাল (Sri Lanka, Bangladesh, Nepal) যেন এক সুতোয় বাঁধা। ভারতের তিন প্রতিবেশী দেশের অন্দরে ফুঁসে উঠেছিল জনসাধারণ। উত্তাল হয়েছিল পরিস্থিতি। ২০২২-এ শ্রীলঙ্কা, ২০২৪ সালে বাংলদেশ এবং ২০২৫ সালে নেপাল। কিন্তু যা শ্রীলঙ্কা-নেপাল পেরেছে, তা কি বাংলাদেশ পারল? সর্বোপরী সুশীলা, তাঁর কাছে কিন্তু শিক্ষা নেওয়ার জায়গা ছিল এই দু’টি দেশ। একদিকে শ্রীলঙ্কা, অন্যদিকে বাংলাদেশ। সেই শিক্ষা সুশীলাকে (Sushila Karki) দিয়ে যা করাল, তা করে উঠতে পারেননি ইউনূসও। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কীভাবে প্রশ্নের মুখে ফেললেন সুশীলা? সুশীলার শপথ একদিকে শ্রীলঙ্কা, অন্যদিকে বাংলাদেশ। দু’টো বছর, দু’টো গণঅভ্যুত্থান। আর সেই দু’টোই দেখেছেন সুশীলা। দেখেছেন কীভাবে জনরোষ খেয়ে ফেলতে পারে একটা পচে যাওয়া সরকারকে। দেখেছেন তরুণদের গর্জন কাঁপাতে পারে মাইলের মাইল পথ। কিন্তু তিনি কি ভেবেছিলেন, এই গর্জন, এই জনরোষ, তাঁর দেশেও দেখা যাবে। তাঁর দেশেও তৈরি হবে গণঅভ্যুত্থান। তাঁর দেশেও বাংলাদেশের মতোই...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন