Taliban: আর বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না আফগান মহিলারা, পুরনো রূপেই ফিরছে তালিবান

Afghanistan: মঙ্গলবার তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মহম্মদ নাদিম আফগানিস্তানের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে চিঠি পাঠিয়ে জানান, মহিলাদের উচ্চশিক্ষার উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

Taliban: আর বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না আফগান মহিলারা, পুরনো রূপেই ফিরছে তালিবান
ফাইল চিত্র

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 21, 2022 | 11:45 AM

কাবুল: আরও কড়া হচ্ছে তালিবান প্রশাসন। ফিরছে ৯০-র দশকের পুরনো বিধিনিষেধ। নারী শিক্ষা ও স্বাধীনতার উপরে ফের একবার কোপ বসাল তালিবান। মঙ্গলবার তালিবান প্রশাসনের তরফে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, নারীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা অবধি নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না।

২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তান দখল করে তালিবান। তারপর থেকেই শুরু হয়েছে তাদের শাসন। ৯০-র দশকে যখন আফগানিস্তান তালিবানের দখলে ছিল, সেই সময় একাধিক কঠোর বিধিনিষেধ ছিল। বিশেষ করে নারীদের শিক্ষা বা স্বাধীনভাবে চলাফেরা করার অধিকারও ছিল না। তবে দ্বিতীয়বার ক্ষমতা দখল করার পর তালিবান জানিয়েছিল, তারা বদলে গিয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই আইন-কানুন তৈরি করা হবে। কিন্তু সে কথা মুখেই রয়ে গিয়েছে, কাজে হয়েছে ঠিক উল্টোটা। একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে তালিবান শাসকরা। মহিলাদের কাজের অধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে রাস্তায় একা চলাফেরা, বুরখা পরা নিয়েও কঠোর নিয়ম জারি করা হয়। সেই নিয়মই আরও এক ধাপ কড়া হল তালিবানের নতুন ফতোয়ায়।

মঙ্গলবার তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মহম্মদ নাদিম আফগানিস্তানের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে চিঠি পাঠিয়ে জানান, মহিলাদের উচ্চশিক্ষার উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা অবধি মহিলাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া যাবে না। তালিবানের মুখপাত্র জিয়াউল্লাহ হাসিমিও চিঠির ছবি টুইট করে খবরটি নিশ্চিত করেন।

তিন মাস আগেই আফগানিস্তানের হাজার হাজার মহিলা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাস পরীক্ষা দিয়েছিলেন। এদের মধ্যে অধিকাংশই শিক্ষকতা বা মেডিসিনকে উচ্চশিক্ষার বিষয় হিসাবে বেছে নেন। কিন্তু তিন মাসের মধ্যেই তালিবান সরকারের এই সিদ্ধান্তে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ল।

উল্লেখ্য, তালিবান ক্ষমতা দখলের পরই উচ্চশিক্ষার ক্ষেত্রে একাধিক কড়া নিয়ম জারি করে। বিশ্ববিদ্য়ালয়ে মহিলা ও পুরুষদের জন্য আলাদা ক্লাসরুমের ব্য়বস্থা, শুধুমাত্র মহিলা অধ্যাপক বা বয়স্ক পুরুষ অধ্যাপকরাই ছাত্রীদের পড়াতে পারবেন, এমন নির্দেশও দেওয়া হয়।