Girl’s Education: পিছু হটল তালিবান, মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার অনুমতি দেওয়া হল আফগান মেয়েদের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 10, 2023 | 12:18 PM

গত সপ্তাহেই আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সহ উচ্চশিক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে এক নির্দেশিকা জারি করেছে আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রক।

Girls Education: পিছু হটল তালিবান, মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার অনুমতি দেওয়া হল আফগান মেয়েদের
আফগানিস্তানের মেয়েদের স্কুলশিক্ষায় অনুমতি। ছবি সৌজন্য: টুইটার।

Follow Us

কাবুল: মেয়েদের পড়াশোনায় অবশেষে অনুমতি দিল আফগানিস্তানের তালিবান সরকার (Taliban Government)। তবে উচ্চ শিক্ষিত হওয়া যাবে না। কেবল প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েদের পড়াশোনায় অনুমতি দিয়েছে। এব্যাপারে ইতিমধ্যে একটি নির্দেশিকাও জারি করেছে তালিবানের শিক্ষা মন্ত্রক। তবে পড়াশোনা শিখলেও স্কুলের পোশাক পাশ্চাত্য কায়দায় হওয়া চলবে না বলেও নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তালিবানের শিক্ষা মন্ত্রকের দেওয়া নির্দেশিকায় স্পষ্টত জানানো হয়েছে, মেয়েরা সরকারি অথবা প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পারবে এবং ইসলামিক রীতি মেনে পোশাক পরেই স্কুলে যেতে হবে।

মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ নিষিদ্ধ করার এক সপ্তাহ পরেই নির্দেশিকা কিছুটা শিথিল করল তালিবান সরকার। গত সপ্তাহেই আফগানিস্তানে মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা-সহ মেয়েদের উচ্চশিক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে এক নির্দেশিকা জারি করেছে আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রক। যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এমনকি মুসলিম অধ্যুষিত দেশগুলিও তালিবান সরকারের এই ফতোয়ার কড়া নিন্দা করে। সেই চাপে পড়েই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, ২০২১ সালের অগাস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই সে দেশের মেয়েদের উপর নেমে আসে একের পর এক কোপ। প্রথমে বিভিন্ন ক্ষেত্র থেকে মহিলা কর্মীদের ছাঁটাই শুরু হয়, পোশাক নিয়ে কড়া বিধি-নিষেধ জারি হয়। হিজাব, বোরখা ছাড়া মহিলাদের বাড়ির বাইরে বেরোনো এমনকি পরিবারের কোনও পুরুষ সদস্য ছাড়া একাকী বেরোনোর ক্ষেত্রেও কড়া নির্দেশিকা জারি হয়। এরপর পার্ক, জিম-এ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়। অবশেষে মেয়েদের পড়াশোনাতেও দাঁড়ি পড়ে।

যখন গোটা বিশ্ব সামনের দিকে এগোচ্ছে, মহিলারা মহাকাশে পাড়ি দিচ্ছে, তখন আফগানিস্তানের মেয়েদের এই পরিস্থিতি গোটা বিশ্বের কাছে দুঃসহ। মহিলাদের প্রতি তালিবান সরকারের এহেন সিদ্ধান্ত লজ্জাজনক বলে মন্তব্য করে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন।
আফগানদের সাংবিধানিক অধিকারের প্রতি তালিবান সরকারের শ্রদ্ধার ঘাটতি দেখা যাচ্ছে বলেও মন্তব্য করা হয়। মহিলাদের পড়াশোনা নিয়ে তালিবান সরকার নীতি না বদলালে মার্কিন যুক্তরাষ্ট্র সহ জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলি তাদের কোনওভাবে সাহায্য করবে না এবং কোনও লেনদেন রাখবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছিল। সেই চাপে পড়েই যে তালিবান সরকার মেয়েদের পড়াশোনা সম্পর্কিত নীতি কিছুটা শিথিল করল, তা বলা বাহুল্য।

Next Article