Bizarre: বিছানায় সন্তুষ্ট করতে হবে! স্বামীর জন্য শয্যাসঙ্গিনী ভাড়া করলেন স্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 13, 2022 | 9:45 AM

Bed Partner: মোটা মাস মাইনের বিনিময়ে স্বামীর জন্য 'সুন্দরী ও শিক্ষিতা' শয্যা সঙ্গিনী ভাড়া করেছেন তিনি।

Bizarre: বিছানায় সন্তুষ্ট করতে হবে! স্বামীর জন্য শয্যাসঙ্গিনী ভাড়া করলেন স্ত্রী
প্রতীকী ছবি

Follow Us

তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। স্বামীর সঙ্গে যৌনতা করা হয় না। এমনকি কাজের চাপে স্বামীর সঙ্গে এক বিছানায় শোয়াও হয়ে ওঠে না সব দিন। এ সব নিয়ে স্বামী তাঁর উপর একদমই খুশি নন। স্বামী মনে করছেন ‘বাজে স্ত্রী’ হয়ে যাচ্ছেন তিনি। স্বামীর আনন্দের কথা চিন্তা করে মিসস্ট্রেস ভাড়া করার বিজ্ঞাপন দিয়েছিলেন স্ত্রী। তার পর মোটা মাস মাইনের বিনিময়ে স্বামীর জন্য ‘সুন্দরী ও শিক্ষিতা’ শয্যা সঙ্গিনী ভাড়া করেছেন তিনি। এই ঘটনা দেখে অবাক নেটিজনরা।

স্বামীর জন্য শয্যাসঙ্গিনী ভাড়া করা ওই মহিলার নাম পাথিমা চামনান। ৪৪ বছরের ওই মহিলা তাইল্যান্ডের ব্যাঙ্ককের বাসিন্দা। স্বামীর জন্য শয্যাসঙ্গিনী খুঁজতে একটি ভিডিয়ো বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন স্বামীর ‘আনন্দের জন্যে’ শয্যাসঙ্গিনী খুঁজছেন তিনি। তাঁকে কেমন হতে হবে, সে কথাও জানিয়েছেন ওই মহিলা।

ওই ভিডিয়ো বিজ্ঞাপনে তিনি লিখেছেন, শয্যাসঙ্গিনীর চাকরি পেতে মহিলার কোনও সন্তান থাকলে চলবে না। অবিবাহিত হলে সবথেকে ভাল হয়। তবে বিবাহিত হলেও অসুবিধা নেই। স্বামীর শয্যাসঙ্গিনী হওয়ার পাশাপাশি তাঁর স্বামী এবং সন্তানের দেখভালও করতে হবে। এর জন্যে তিনি যে বেতন দেবেন বলেছেন, তা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪ হাজার টাকা। এর পাশাপাশি খাওয়াদাওয়া ও থাকাও পাওয়া যাবে বিনামূল্যে। স্বামীর কাছে অন্য মহিলার উপস্থিতিতে তিনি কিছু মনে করবেন না বলেও জানিয়েছেন। তবে দিনের শেষে তাঁর স্বামীকে ‘সুখ’ দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

স্বামীর শয্যাসঙ্গিনী ছাড়াও আরও দু’জন মহিলাকে ভাড়া নেওয়ার কথা ভিডিয়োয় জানিয়েছেন ওই মহিলা। সেই দু’জনকে তিনি নেবেন তাঁর অফিসের কাজে সহায়তার জন্য।

ব্রিটেনের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই মহিলা জানিয়েছেন, তাঁর দেওয়া এই বিজ্ঞাপন দেখে প্রথমে অবাক হয়েছিলেন তাঁর স্বামী। যদিও এতে তাঁর আপত্তি ছিল না। ৩৩ বছর বয়সী এক মহিলাকে স্বামীর শয্যাসঙ্গিনী হিসাবে পেয়েছেন বলেও জানিয়েছেন ওই মহিলা।

Next Article