Explained: ইন্টারপোল কী? ইন্টারপোলের রেড-ব্লু নোটিসের তাৎপৰ্যই বা কী?

ইন্টারপোলের নোটিস হল আদতে এক ধরণের আন্তর্জাতিক অ্যালার্ট সিস্টেম। কোনও দেশের পুলিশ, ইন্টারপোলের কাছে কোনও অপরাধীকে চিহ্নিত করতে নোটিস জারির আর্জি জানায়। ইন্টারপোল-ও নিজের ১৯৭ সদস্য দেশগুলির পুলিশের কাছে ওই অপরাধীর যা যা তথ্য রয়েছে সব ভাগ করে নেওয়ার আর্জি জানায়। যাতে ওই অপরাধী সদস্য দেশগুলির মধ্যে কোনওটায় পালালে তাকে দ্রুত চিহ্নিত করতে সুবিধা হয়। এবার ওই অপরাধী কীরকম অপরাধ করে পালিয়েছে, বা তাকে কী কারণে পুলিশ গ্রেপ্তার করতে চায় তার উপর ইন্টারপোলের নোটিসের রঙ নির্ভর করে

Explained: ইন্টারপোল কী? ইন্টারপোলের রেড-ব্লু নোটিসের তাৎপৰ্যই বা কী?

| Edited By: Purvi Ghosh

Dec 13, 2025 | 2:19 PM

গোয়ার নাইটক্লাবে আগুন লেগে ২৫ জনের মৃত্যুর ঘটনায় ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গোয়া পুলিশ। অগ্নিকাণ্ডের পরেই দুই ভাই ভারত ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছে বলে মনে করছে সিবিআই। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ব্লু কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন প্রশ্ন উঠতে পারে, ইন্টারপোলের এই নানা রঙের নোটিসের তাৎপর্য কী? সেটা জানতে হলে আগে জানতে হবে, ইন্টারপোল কী ও কীভাবে কাজ করে! ইন্টারপোলের পুরো কথা- ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ,সোজা বাংলায়, অপরাধ দমনে সাহায্যকারী এক আন্তর্জাতিক সংস্থা, বা বলা ভাল গ্লোবাল নেটওয়ার্ক। যা বিশ্বের প্রায় ২০০-র কাছাকাছি দেশের পুলিশের সঙ্গে ক্রিমিনালদের তথ্য ভাগ করে নিয়ে অপরাধ দমনে সাহায্য করে। ভারত, পাকিস্তান, চিন, জাপান, বাংলাদেশ- সহ প্রায় সব এশীয় দেশ, আমেরিকা, প্রায় গোটা ইউরোপ, মধ্য প্রাচ্য -সহ আফ্রিকার একাধিক দেশ ইন্টারপোলের সদস্য। প্রতিটি দেশের...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন