Airport theft: যাত্রীদের ব্যাগ থেকে টাকা সরাচ্ছেন বিমানবন্দরের কর্মীরা, চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ্যে

Airport theft: স্ক্যান করার পর ব্যাগ দিয়ে দেওয়া হয় যাত্রীদের। অভিযোগ, এই মেশিনে ব্যাগ পরীক্ষা করার সময়েই টাকা সরানোর কাজ করতেন ওই দুই কর্মী। যাত্রীরা বুঝতে পারতেন না কিছুই। এমনই বেশ কিছু অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Airport theft: যাত্রীদের ব্যাগ থেকে টাকা সরাচ্ছেন বিমানবন্দরের কর্মীরা, চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ্যে
এক্স রে মেশিন থেকেই চুরি! (সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি)Image Credit source: twitter

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 16, 2023 | 11:25 AM

নিউ ইয়র্ক: বিমানবন্দর থেকে বেরনোর সময়েই যাত্রীদের ব্যাগ থেকে বের করে নিচ্ছেন টাকা। সেই টাকা পকেটে পুরে নেওয়া হচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক চাঞ্চল্যকর ভিডিয়ো। এক মার্কিন সাংবাদিকের পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে সেই ছবি। সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, তবে জানা গিয়েছে, মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের ওই দুই কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই কর্মীই স্বীকার করে নিয়েছেন যে তাঁরা ওই ভাবে প্রায় প্রতিদিন অন্তত ১০০০ ডলার করে চুরি করতেন। তবে সিসিটিভি ক্যামেরায় যে সবটাই ধরা পড়ছে, তার তোয়াক্কা করেননি তাঁরা।

প্রত্যেক বিমানবন্দরেই ব্যাগ পরীক্ষার জন্য থাকে এক্স রে মেশিন। সেখানে যাত্রীরা ব্যাগ ঢুকিয়ে দেন। স্ক্যান করার পর ব্যাগ দিয়ে দেওয়া হয় যাত্রীদের। অভিযোগ, এই মেশিনে ব্যাগ পরীক্ষা করার সময়েই টাকা সরানোর কাজ করতেন ওই দুই কর্মী। একজনের নাম জোসু গনজালেজ ও অপরজন হলেন লাবারিয়াস ইউলিয়ামস।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক্স রে মেশিনে ব্যাগ ঢোকানোর পর হাত ঢুকিয়ে ব্যাগের ভিতরে থাকা পার্স থেকে সরিয়ে নেওয়া হচ্ছে টাকা। সঙ্গে সঙ্গে সেই টাকা পুরে ফেলা হচ্ছে পকেটে। সাদা চোখে যাত্রীরাও বুঝে উঠতে পারছেন না কিছুই। তবে এরকম বেশ কয়েকটা অভিযোগ জমা পড়ার পর জুলাই মাসে শুরু হয় তদন্ত। কীভাবে ঘটছে এই ঘটনা? তা জানতে সিসিটিভি পরীক্ষা করতেই চোখে পড়ে ওই দৃশ্য। এরপর চুরির কথা স্বীকার করে নেন তাঁরা। এরপর তাঁদের গ্রেফতার করা হয়েছে।