অস্ত্রে নয়, তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগছে টাকা নিয়ে! চিন এবার আমেরিকাকে ভাতে-পাতে মারছে

US-China Tariffs War: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের উপরে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন। এর ফলে শুল্ক বেড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে। আজ থেকেই এই শুল্ক কার্যকর হয়েছে। 

অস্ত্রে নয়, তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগছে টাকা নিয়ে! চিন এবার আমেরিকাকে ভাতে-পাতে মারছে
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Mar 04, 2025 | 9:30 PM

বেজিং: ইটের বদলে পাটকেল! লাগ লাগ করে যুদ্ধটা যেন বেঁধেই গেল। তবে এই যুদ্ধ সামরিক অস্ত্রের নয়, লড়াই হবে টাকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ, মঙ্গলবার কানাডা, মেক্সিকো ও চিনের উপরে শুল্ক চাপাতেই, পাল্টা জবাবে চিনও বড় পদক্ষেপ করল।

সোজা আমেরিকাকে পাতে মারার ছক! সয়াবিন, গম, মাংস ও তুলোয় চ়ড়া শুল্ক বসাল চিন। মোট ২১ বিলিয়ন ডলারের আমদানি শুল্ক বসাতে চলেছে বেজিং। তবে এখানেই থামেনি তারা। আমেরিকার তিনটি ফার্ম থেকে সয়াবিন আমদানির লাইসেন্স বাতিল করে দিয়েছে চিন। পাশাপাশি আমেরিকা থেকে কাঠ আমদানিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের উপরে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন। এর ফলে শুল্ক বেড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে। আজ থেকেই এই শুল্ক কার্যকর হয়েছে।  চিন আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের উপরে শুল্ক বসালে, তারাও হাত গুটিয়ে থাকবে না।  এদিন স্পষ্টভাবে চিন বলে যে আমেরিকা সব দেশকে ‘বুলি’ (নির্যাতন) করছে। চিন এর সামনে মাথা নোয়াবে না।

প্রসঙ্গত, আমেরিকায় উৎপাদিত সয়াবিনের প্রায় অর্ধেক পরিমাণই চিনে রফতানি হয়। ২০২৪ সালেই ১২.৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।  চিনের এই সিদ্ধান্তে আমেরিকা বড় বিপদে পড়বে। অন্যদিকে, ট্রাম্প ১ মার্চই আমদানি করা কাঠের উপরে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। তখন বলেছিলেন যে কাঠের উপরে ২৫ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা করছেন। এরপরই চিন কাঠ আমদানি বন্ধ করে দিল।

চিন আমেরিকা থেকে অন্যতম বৃহত্তম কাঠ আমদানিকারক। গত বছর ৮৫০ মিলিয়ন ডলারের কাঠ আমদানি করেছে।