Oldest Light Bulb: ১২৩ বছর ধরে জ্বলছে, এটিই বিশ্বের প্রাচীনতম বাল্ব

Jan 02, 2024 | 7:30 AM

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে লিভারমোর দমকল কেন্দ্র। সেখানে লাগানো একটি বাল্বের নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। ১৮৯৯ থেকে ১৯০০ সালের মধ্যে তৈরি হয়েছিল সেই বাল্ব। ওহিয়োয় অবস্থিত শেলবি ইলেক্ট্রিক নামের এক সংস্থা এই বাল্ব তৈরি করেছিল।

Oldest Light Bulb: ১২৩ বছর ধরে জ্বলছে, এটিই বিশ্বের প্রাচীনতম বাল্ব
বিশ্বের প্রাচীনতম বাল্ব
Image Credit source: Twitter

Follow Us

ক্যালিফোর্নিয়া: বর্তমান দিনে ইলেক্ট্রিক বাল্বের জীবনকাল কয়েক মাস থেকে কয়েক বছর হয়ে থাকে। তার পর হয় সেগুলি ঠিক মতো কাজ করে না, নাহলে খারাপ হয়ে যায়। কিন্তু এই পৃথিবীর কোনও কোনও প্রান্তে এমন কিছু বাল্ব আছে, যেগুলি দশকের পর দশক ধরে আলোকিত করে আসছে ঘরকে। সম্প্রতি এ রকমই একটি বাল্বের কথা প্রকাশ্যে এসেছে। যে বাল্ব ১০০ বছর ধরে আলো দিয়ে আসছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে লিভারমোর দমকল কেন্দ্র। সেখানে লাগানো একটি বাল্বের নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। ১৮৯৯ থেকে ১৯০০ সালের মধ্যে তৈরি হয়েছিল সেই বাল্ব। ওহিয়োয় অবস্থিত শেলবি ইলেক্ট্রিক নামের এক সংস্থা এই বাল্ব তৈরি করেছিল। ১৯০১ সালে লিভারমোর দমকল বাহিনীর অফিসে সেই বাল্ব লাগানো হয়েছিল। তখন থেকে এখনও জ্বলছে ওই বাল্ব। ১২৩ বছর ধরে পরিষেবা দিচ্ছে ওই বাল্ব।

জানা গিয়েছে, যে সময় এই বাল্ব তৈরি হয়েছিল, সে সময় ইলেক্ট্রিক বাল্বের প্রচলন অনেকটাই কম ছিল। মূলত কেরোসিনের বাতি ব্যবহৃত হত। এটিই ছিল ওই অফিসে লাগানো প্রথম বাল্ব। যা এখনও জ্বলছে। এখনও নিয়ম করে বাল্বটি জ্বালানো হয় বলে জানিয়েছেন ওই দমকল দফতরের আধিকারিকরা।

Next Article