মাদ্রিদ: যৌন শিক্ষা অবশ্যই দরকার। তবে অনলাইনে যেভাবে পর্নোগ্রাফির নেশা বাড়ছে, তাতে চিন্তায় সরকার। অপ্রাপ্তবয়স্করা যাতে নীল ছবি বা পর্ন দেখতে না পারে, তার জন্যই বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। এবার থেকে বয়স যাচাই করে তবেই ঢোকা যাবে পর্ন ওয়েবসাইটে। শুধু তাই নয়, মাসে কত নীল ছবি দেখতে পারবেন, তার সীমাও বেঁধে দেওয়া হবে।
এমনই মোবাইল অ্যাপ্লিকেশন আনতে চলেছে স্পেন। সম্প্রতিই একটি পরিসংখ্য়ানে জানা যায়, স্পেনের অপ্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় অর্ধেক কিশোরই পর্ন দেখে। এই তথ্য দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এরপরই এই নজরদারি অ্যাপ আনার সিদ্ধান্ত।
ডিজিটাল ওয়ালেট বেটা (Digital Wallet Beta) নামক এই মোবাইল অ্যাপ্লিকেশনটি পর্ন ওয়েবসাইট বা প্ল্যাটফর্মগুলিকে যাচাই করতে দেবে যে ব্যবহারকারী ভিডিয়ো দেখার চেষ্টা করছে, সে প্রাপ্তবয়স্ক নাকি। এই অ্যাপ অনেকটা ডিজিটাল ওয়ালেটের মতো কাজ করবে। সরকারের দেওয়া যে পরিচয়পত্র হয়, তার মাধ্যমেই বয়স যাচাই করা হবে।
বয়স ভেরিফাই হয়ে গেলে মাসিক ৩০টি ‘পর্ন ক্রেডিট’ দেওয়া হবে। অর্থাৎ মাসে ৩০টি পর্ন দেখতে পারবেন প্রাপ্তবয়স্করা। এর বেশি ভিডিয়ো দেখতে গেলে, এক্সট্রা ক্রেডিটের জন্য আবেদন পাঠাতে হবে।
আগামী গ্রীষ্মের মধ্যেই এই অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
অনেকেই এই অ্যাপের বিরোধিতা করলেও, সরকারের তরফে জানানো হয়েছে, ক্রেডিট ভিত্তিক এই মডেল অনেক বেশি গোপনীয়তা বজায় রাখবে এবং ব্যবহারকারীর গতিবিধিও সহজে ট্রেস করা যাবে না।