কাঠমাণ্ডু: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে (Mount Everest) আরোহণের শখ নেই, এমন খুব কম মানুষই রয়েছেন। তবে সকলের পক্ষে হেঁটে এভারেস্টে আরোহণ সম্ভব হয় না। তাই হেলিকপ্টারে (Helicopter) চড়েই শখ মেটান অনেকে। মঙ্গলবার সকালেও এভারেস্টের চূড়া সহ সংলগ্ন এলাকার প্রাকৃতিক শোভা দেখতে নেপালের (Nepal) সোলুখুম্বুর সোকুরে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে রওনা দেন ৬ বিদেশি পর্যটক। কিন্তু, তাঁদের এই শখ-ই কাল হল। মাউন্ট এভারেস্টের কাছেই ভেঙে পড়েছে পর্যটক-বোঝাই হেলিকপ্টারটি। ঘটনায় পাইলট সহ ৬ আরোহীরই মৃত্যু হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মানাং এয়ার-এর ৯এন-এএমভি চপারটি ৫ যাত্রী নিয়ে সোলুখুম্বুর সোকুরে বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। মাউন্ট এভারেস্টের কাছে লামজুরা এলাকায় ভেঙে পড়েছে যাত্রী-সহ হেলিকপ্টারটি। এই দুর্ঘটনায় পাইলট ক্যাপ্টেন চিত গুরুং সহ ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত যাত্রীরা মেক্সিকোর বাসিন্দা।
এদিন সকাল ১০টা নাগাদ নেপালের সোলুখুম্বুর সোকুরে বিমানবন্দর থেকে হেলিকপ্টারটি রওনা দিয়েছিল। তার ১৫ মিনিট পরই সওয়া ১০টা নাগাদ কপ্টারটি ১২ হাজার ফুট উঁচুতে ওঠার পর সেটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঘণ্টা খানেক পর কপ্টারটি ভেঙে পড়ার খবর মেলে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন মানাং এয়ার-এর অপারেশন ও সুরক্ষা ম্যানেজার রাজু নিউপানি। তিনি জানান, খারাপ আবহাওয়ার জন্য কপ্টারটি হঠাৎ করে রুট বদল করেছিল। তবে কীভাবে চপারটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।