Modi World Tour: মোদীকে সম্মান জানাতে তাঁরই কবিতা পাঠ করলেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা

Modi World Tour: প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পেরে আপ্লুত হলেন কমলা পারসাদ নিজেও। এই দিন তিনি বলেন, "আমরা সৌভাগ্যবান, কারণ আজ আমাদের মাঝে রয়েছেন এমন একজন, যিনি আমাদের খুব কাছের এবং প্রিয়।"

Modi World Tour: মোদীকে সম্মান জানাতে তাঁরই কবিতা পাঠ করলেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা
Image Credit source: PTI

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jul 04, 2025 | 8:30 PM

পাঁচ দেশের বিদেশ সফরের মধ্যেই একটি দেশ হল ত্রিনিদাদ-টোবাগো। সেখানকার প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসারকে ‘বিহারের বেটি’ বলে সম্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ তাঁর পূর্ব পুরুষরা ছিলেন বিহারের বক্সারের বাসিন্দা। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পেরে আপ্লুত হলেন কমলা পারসাদ নিজেও। এই দিন তিনি বলেন, “আমরা সৌভাগ্যবান, কারণ আজ আমাদের মাঝে রয়েছেন এমন একজন, যিনি আমাদের খুব কাছের এবং প্রিয়। আমরা সৌভাগ্যবান, কারণ এমন একজন নেতার আগমনে ধন্য হয়েছি, যার এই সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের জন্য এক গভীর সম্মান।”

তিনি আরও বলেন, “আমি গভীর গর্ব ও শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাই এমন একজন নেতাকে, যিনি আজ বিশ্বের অন্যতম সম্মানিত, প্রশংসিত ও দূরদর্শী নেতা — ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

কমলা জানান, মোদী এক পরিবর্তনশীল শক্তি, যে ভারতের শাসনব্যবস্থাকে নতুন আঙ্গিকে গড়ে তুলেছেন। ভারতকে বিশ্বের এক বিশিষ্ট ও প্রভাবশালী শক্তি হিসেবে গড়ে তুলেছেন তিনি।

আজ মোদীর আপনার দূরদৃষ্টি ও ভবিষ্যতপন্থী উদ্যোগের মাধ্যমে ভারতীয় অর্থনীতি আধুনিক হয়ে উঠেছে, ১০০ কোটিরও বেশি নাগরিকের ক্ষমতায়ন হয়েছে।

কমলা বলেন, “শুধুই শাসন নয়, মোদীর ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও ভালবাসাই আজ আমাদের সবাইকে এখানে এনেছে। ২০০২ সালে যখন আপনি প্রথমবার এই দেশে এসেছিলেন, তখন আপনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না, বরং একজন সাংস্কৃতিক দূত হিসেবে এসেছিলেন। আজ আপনি ফিরে এসেছেন ১.৪ বিলিয়নেরও বেশি মানুষের নেতা হয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে। আপনি আজ ফিরে এসেছেন এমন এক নেতা হিসেবে যিনি সীমার ঊর্ধ্বে, যাঁর প্রভাব বিশ্বজুড়ে বিস্তৃত।”

ভারতীয় প্রবাসীদের প্রতি মোদীর ভালবাসার ভুয়োসী প্রশংসা করেন তিনি। করোনার সময়ে গোটা বিশ্বে টিকা পৌঁছে যে মহান কাজ করেছিল ভারত, তারও প্রশংসা করেন কমলা।

কঠিন সময়ে ভারতের ভরসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মোদীকে ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ সম্মান — “The Order of the Republic of Trinidad and Tobago” — প্রদান করেন কমলা।

এখানেই শেষ নয়, এই দিন প্রধানমন্ত্রী মোদীর কবিতা ‘আঁখ আ ধ্যান ছে’-এর একটি অংশ তুলে ধরেন ত্রিনিদাদ এবং টোবাগোর প্রধানমন্ত্রী কমলা।

আমার মনের গভীরে
ফিরে যাই বহু অতীতে
আর প্রতিটি অধ্যায় খুলে দেয় এক একটি স্মৃতি

মনে পড়ে সহজেই
প্রতিটি মুখ যেন চিনে ফেলি
কিছুই লুকিয়ে থাকে না
কারণ সত্য সবসময় স্পষ্ট হয়ে ধরা দেয়

যারা ছিল আমাদের সাথী
যাদের সঙ্গে আমরা ভোগ করেছি যন্ত্রণা
তাদের ভুলে থাকা যায় না
আমরা একসাথে সেসব কষ্ট সহ্য করেছি
শেষমেশ সেই সব কষ্টই হয়ে উঠেছে আমাদের যাত্রাপথ।