ভারতীয়দের জন্য দুঃসংবাদ! এসেই ট্রাম্পের বড় সিদ্ধান্ত, ফিরতে হবে ১৮০০০ ভারতীয়কে

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 22, 2025 | 1:10 PM

Donald Trump: সমীক্ষা অনুযায়ী, আমেরিকায় সবথেকে বেশি অবৈধভাবে বসবাসকারী রয়েছে মেক্সিকোর। এরপর রয়েছে সালভাডর, তারপরই ভারতের নাম। প্রায় ৭ লক্ষেরও বেশি ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে বলেই দাবি।

ভারতীয়দের জন্য দুঃসংবাদ! এসেই  ট্রাম্পের বড় সিদ্ধান্ত, ফিরতে হবে ১৮০০০ ভারতীয়কে
ডোনাল্ড ট্রাম্প।
Image Credit source: PTI

Follow Us

ওয়াশিংটন: প্রথম দিন থেকেই অ্যাকশন মোডে নয়া প্রেসিডেন্ট। মেক্সিকো সীমান্তে মাদক ও অপরাধী কার্টেল রুখতে উদ্যত ডোনাল্ড ট্রাম্প। যেভাবেই হোক অনুপ্রবেশ রুখবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন, জারি করেছেন জরুরি অবস্থা। অবৈধভাবে বসবাসকারীদের ধরে ধরে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে সাফ জানিয়েছেন। এতে শুধু মেক্সিকোই চিন্তায় পড়েছে, তা নয়। ঘুম উড়েছে ভারতেরও। তার কারণ, প্রায় ১৮ হাজার ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হতে পারে।

আমেরিকায় প্রায় ৩ লক্ষ ভারতীয় পড়ুয়া থাকে। লক্ষাধিক ভারতীয় এইচ-১বি ভিসায় কাজ করেন।  জানা গিয়েছে, ভারত ও আমেরিকা সরকার ইতিমধ্যেই ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করেছে, যাদের কাছে বৈধ নথি নেই। তারা অবৈধভাবেই আমেরিকায় বসবাস করছেন। এদেরই ভারতে ফেরত পাঠাতে চায় আমেরিকা। আর এতে সম্মতি রয়েছে ভারতেরও।

যদি সত্যিই ডিপোর্টেশন বা ফেরত পাঠানোর পথে হাঁটে, তবে প্রথম ধাপেই ১৭ হাজার ৯৪০ জন ভারতীয়কে আমেরিকা থেকে দেশে ফেরত পাঠানো হতে পারে। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট ডিটেনশনে রেখে ২৪৬৭ জনকে। তবে এখানেই শেষ নয়। এই সংখ্যাটা আরও বাড়বে।

সমীক্ষা অনুযায়ী, আমেরিকায় সবথেকে বেশি অবৈধভাবে বসবাসকারী রয়েছে মেক্সিকোর। এরপর রয়েছে সালভাডর, তারপরই ভারতের নাম। প্রায় ৭ লক্ষেরও বেশি ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে বলেই দাবি।

আইসিই-র তথ্য অনুযায়ী, ভারত ছাড়াও ইরাক, সুদান, বসনিয়া সহ ১৫টি দেশের নাম উল্লেখ করা হয়েছে, যারা বিনা নথিতে বসবাসকারীদের ফেরত নিতে অস্বীকার করছে।

Next Article