
দুনিয়ার সবচেয়ে ঘৃণ্য ও কুখ্যাত সেক্স স্ক্যান্ডেল ‘এপস্টেইন ফাইলস’ বিতর্ক আবার ফিরে এল মার্কিন মুলুকে। সৌজন্যে টেসলা কর্তা ইলন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলে স্পেস এক্স কর্তা অভিযোগ তোলেন, জেফ্রি এপস্টেইনের একাধিক নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নামোল্লেখ রয়েছে। সেই কারণেই নাকি এই চূড়ান্ত গোপনীয় ফাইলের সব নথি এখনও প্রকাশ্যে আনেনি মার্কিন প্রশাসন। যদিও পরে সেই টুইট মুছে দেন তিনি। তবে নিঃসন্দেহে বড় অভিযোগ। কারণ, গতবছরের এই এপস্টেইন ফাইলস নিয়ে মার্কিন মুলুকে একসময় ব্যাপক শোরগোল পড়ে যায়। কী নিয়ে এত বিতর্ক? কী রয়েছে এপস্টেইন ফাইলসে? চলুন একবার ফিরে দেখা যাক ইতিহাসের কুখ্যাত এই ‘সেক্স স্ক্যান্ডেল’। ‘এপস্টেইন ফাইলস’ আসলে কোনও একটি ফাইলের নাম নয়। কয়েক হাজার পাতার নথি, প্রচুর ভিডিয়ো ও একগুচ্ছ তদন্তমূলক প্রতিবেদন, যেগুলি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্দি ২০২৪ থেকে প্রকাশ্যে আনতে শুরু করেন।...