USA vs Iran: আবার ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

অবিলম্বে পরমাণু গবেষণা থামাতে হবে তেহরান-কে। নইলে আবার ইরানের পারমানবিক ঘাঁটিতে হামলা চালাবে মার্কিন বোমারু বিমান, হুঁশিয়ারি ওয়াশিংটনের।

USA vs Iran: আবার ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

| Edited By: সোমনাথ মিত্র

Jul 22, 2025 | 9:07 PM

আবার ইরানে বড়সড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। অবিলম্বে পরমাণু গবেষণা থামাতে হবে তেহরান-কে। নইলে আবার ইরানের পারমানবিক ঘাঁটিতে হামলা চালাবে মার্কিন বোমারু বিমান, হুঁশিয়ারি ওয়াশিংটনের।

ট্রাম্পের এই হুঁশিয়ারির পিছনে রয়েছে ইরানের বিদেশমন্ত্রীর একটি বক্তব্য। সম্প্রতি আব্বাস আরাঘচি বলেন, মার্কিন হামলায় ইরানের পরমাণু ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না তেহরান। আমেরিকার দাদাগিরির সামনে মাথা নোয়ানোর প্রশ্নই নেই, সাফ জানিয়ে দেয় ইরান।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি মন্ত্রী বলেন, ‘আপাতত পরমাণু গবেষণা থমকে রয়েছে কারণ আমেরিকার হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমকে বিফল হতে দেব না। তাঁরা এবার আরও জোরদার গবেষণা শুরুতে প্রস্তুত’। তারই পাল্টা দিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ‘ইরানের পরমাণু ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে তো বটেই। কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে আবার ওরকমই ভয়ঙ্কর হামলা হবে।’

২২ জুন অপারেশন ‘মিডনাইট হ্যামার’-এ ইরানের পরমাণু ঘাঁটিগুলিতে মার্কিন বোমারু বিমান ‘বি-২’ বোমাবর্ষণ করে। মার্কিন ও ইজরায়েলের যৌথ হামলায় সাময়িকভাবে বেসামাল হয়ে পড়ে ইরান। ৭টি ‘বি-২’ সহ অন্তত ১২৫টি মার্কিন যুদ্ধবিমান ইরানের তিনটি পরমাণু ঘাঁটি ফোরদো, নাতানজ ও ইসফাহানে হামলা চালায়। শুধুমাত্র ফোরদো-তেই ১৪টি জিবিইউ-৫৭ বোমা ফেলা হয়।