জার্মানির স্টুটগার্ট শহরে নিউজ৯ গ্লোবাল সামিটের দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা। টিভি ৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস এই দিন নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলেন, “প্রধানমন্ত্রী মোদী সর্বদা বিশ্ব শান্তি ও উন্নয়নের পক্ষে। তিনি সারা বিশ্বে তাঁর তিনটি গুণের (‘RRR’) জন্য পরিচিত। এই ‘RRR’হল রিলশনসিপ বা সম্পর্ক, রেসপেক্ট বা সম্মান এবং রেসপনসিবিলিটি বা দায়িত্ব।” এর পরই News9 Global Summit-এর
মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্ভাষিত করেন টিভি ৯ নেটওয়ার্কের এমডি ও সিইও।
বরুণ দাস বলেন, “গ্লোবাল সামিটের এই উদযাপনে অতিথি বক্তারা যে উদ্যোগ এবং ভাবনা তুলে ধরেছেন তা ভবিষ্যতের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করেই আমরা বিশ্বে নতুন উচ্চতা অর্জন করতে পারি।” চলতি বছরের শুরুতে নয়াদিল্লিতে আয়োজিত TV9 হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর অংশগ্রহণ এবং তাঁর ভাষণের কথা উল্লেখ করেন বরুণবাবু। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিত্ব থেকে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস শেখার, সুশাসন, বহুমুখীনতা এবং তৃতীয়ত দেশের মনোভাব সংশোধিত করা।”
বরুণ দাস আরও বলেন, ” কয়েক মাস আগেও প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিত্ব থেকে এই শিক্ষা পেয়েছি, কিন্তু আজ আজ আমি তাঁর ব্যক্তিত্বে ‘RRR’-এর আভা দেখতে পাচ্ছি। ‘RRR’ হল একটি জনপ্রিয় চলচ্চিত্রের নাম, যা গত বছর সেরা গানের জন্য অস্কার জিতেছে। কিন্তু আমার জন্য এটি তার চেয়ে অনেক বেশি। আমার জন্য ‘RRR’ বিশ্বের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার এক পথ।”
টিভি৯ নেটওয়ার্কের সিইও ও এমডি আরও বলেন, “আজ আমি ‘RRR’ নতুনভাবে ব্যাখ্যা করার স্বাধীনতা চাই, যা আমি প্রধানমন্ত্রী নরেন্দ্রের ব্যক্তিত্ব থেকে শিখেছি। প্রথম R হল – রিলেশন বা সম্পর্ক। প্রধানমন্ত্রী মোদী বিশ্বের যে কোনও দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে সক্ষম। তাঁর বন্ধুত্বপূর্ণ আচরণে বিশ্বও মুগ্ধ। মস্কো থেকে কিয়েভ, ইজরায়েল থেকে প্যালেস্তাইন পর্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বিশ্বের বর্তমান চ্যালেঞ্জের মধ্যেও মানবতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।”
দ্বিতীয় ‘R’ মানে – ‘রেসপেক্ট’ বা সম্মান। বরুণবাবু বলেন, “প্রধানমন্ত্রী মোদী যখন কারও সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তিনি সম্মানকে বিশেষ গুরুত্ব দেন। মানবতার সবচেয়ে বড় শক্তি বিবাদে নয়, সম্মিলিত প্রচেষ্টায় নিহিত। যুদ্ধ নয় শান্তি, সম্প্রীতি অগ্রগতিকেই সর্বদা অগ্রাধিকার দিয়েছেন।”
বরুণ দাসের কথায়, “তৃতীয় ‘R’ হল ‘রেসপনসিবিলিটি’ বা দায়িত্ব। আমি এটিকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের তৃতীয় মন্ত্র হিসাবে দেখছি। মোদীজির বিদেশ নীতিতে মানবতা গুরুত্বপূর্ণ, তিনি সর্বদা মানবিক মূল্যবোধের মর্যাদা বজায় রাখার উদ্যোগ নিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিয়েছে।
এরপরেই বরুণবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ গ্রহণ করার জন্য এবং News9 Global Summit-এ ভাষণ দিতে সম্মত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ” প্রধানমন্ত্রী মোদী তাঁর ব্যস্ত সময়সূচীর মধ্যেও আমাদের জন্য মূল্যবান সময় বার করেছেন। আজ আবারও তাঁর ভাষণ শান্তি ও অগ্রগতির বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করবে।”