নয়াদিল্লি: সময় প্রায় হয়ে এল। অনুষ্ঠীত হতে চলেছে বহু প্রতীক্ষিত News9 গ্লোবাল সামিট। ২১ -২৩ নভেম্বর জার্মানির স্টুটগার্টে এমএইচপি অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলন। শীর্ষ সম্মেলনটির মূল আয়োজক TV9 নেটওয়ার্কের সঙ্গেই সহ-আয়োজকের ভূমিকায় থাকছে বুন্দেসলিগার ক্লাব ভিএফবি স্টুটগার্ট। খেলা, রাজনীতি, ব্যবসা থেকে বিনোদন- শীর্ষ সম্মেলনে নানা বিষয় নিয়ে বক্তব্য রাখবেন ভারত এবং জার্মানির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।
‘India and Germany: A roadmap for sustainable growth’ এটাই এই শীর্ষ সম্মেলনের এইবাররে থিম। ভারত এবং জার্মানির মধ্যে আন্তর্জাতিক বন্ধন গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন উদ্দ্যেশ্যই এই শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য। শীর্ষ সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ২২ নভেম্বর এই সম্মেলনে ‘ইন্ডিয়া: ইনসাইড দ্য গ্লোবাল ব্রাইট স্পট’-এর থিমের উপর নির্ভর করে বক্তব্য রাখবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুন দাস এই বিষয়ে বলেন, “জার্মানি, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ এবং ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী। তাই টিভি 9 এর প্রথম নিউজ গ্লোবাল সামিটের গন্তব্য হিসাবে জার্মানি উপযুক্ত। ভারতীয় কোনও সংবাদ মাধ্যমে এই প্রথম এত বড় মাপের কোনও শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছে। আর সেই নিউজ 9 গ্লোবাল সামিটের স্বাক্ষী হতে চলেছে জার্মানির স্টুটগার্ট শহর, ২১-২৩ নভেম্বর।
Join us at the News9 Global Summit: Germany Edition 🇩🇪🇮🇳 for a riveting session on ‘Bridging the Skill Gap: Crafting a Win-Win?’
📍 MHP Arena, Stuttgart
🗓 Nov 21-23, 2024Industry leaders like Quess Corp’s Ajit Issac, PeopleStrong’s Pankaj Bansal, Dr. Florian Stegmann… pic.twitter.com/jUdPWGTLpy
— News9 (@News9Tweets) November 18, 2024
সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচনার মূল বিষয় ‘ব্রিজিং দ্য স্কিল গ্যাপ: ক্রাফটিং এ উইন-উইন’। অর্থাৎ কীভাবে আর দক্ষতার সঙ্গে কাজ করা যায়ম তাই এই আলোচনার মূল বিষয়। এই দিন এই ইভেন্টে অংশ নেবেন ‘কুইস কর্প’-এর এমডি অজিত আইপ্যাক, ‘পিপলস্ট্রং’-এর প্রতিষ্ঠাতা পঙ্কজ বনসাল, ‘ফিনটিবা’-এর এমডি জোনাস মারগ্রাফ, এবং বারমার ইন্সুরেন্সের বোর্ড সদস্য সেইগমার নেশ।
ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং জার্মানির স্টেট অফ ব্যাডেন-উর্টেমবার্গের মধ্যে দশকব্যাপী অংশীদারিত্ব বিগত বছরগুলিতে বিভিন্ন স্টেকহোল্ডারদের দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জার্মানিতে ভারতের দক্ষ কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণের জন্যও বেশ কিছু উদ্যোগ বাস্তবায়তন করা হয়েছে।
এই অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং অশ্বিনী বৈষ্ণবও। প্রথম দিন রেলমন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব, উদ্বোধনী বক্তব্য রাখবেন। যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই দিনের মূল বিষয় ‘Sustainable Devolopment: Lessons from India’s North-East’ বিষয়ে বক্তব্য রাখবেন।