টোকিও: আকাশে হোক বা রানওয়েতে, বিমান চালানোর সময় সদা সতর্ক থাকা জরুরি। একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে বড়সড় বিপদ। শনিবার সকালে এমনটাই ঘটতে চলেছিল জাপানে। দুর্ঘটনার হাত থেকে কোনও ক্রমে রক্ষা পেল দুই বিমান। জাপানের পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার জাপানের রাজধানী শহর টোকিও-র হানেদা এয়ারপোর্টে দুই বিমান পাশাপাশি চলে এসেছিল। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জাপানের স্থানীয় সময় সকাল ১১ টায় এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের সবকটি রানওয়ে। ফলে নির্ধারিত সময়ে উড়তে পারেনি অনেক বিমান। তাইওয়ানের ইভা এয়ারওয়েজ ও থাই এয়ারওয়েজের দুটি বিমানকে দেখা গিয়েছে জাপানের পরিবহন মন্ত্রকের প্রকাশ করা ফুটেজে। দেখা গিয়েছে, থাই এয়ারওয়েজের বিমানটির উইং-এর একটা অংশ ভাঙা।
থাই এয়ারওয়েজের তরফ থেকে জানানো হয়েছে, বিমানটি ব্যাঙ্কক যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। বিমানবন্দর থেকে ওড়ার ঠিক আগেই পাশে থাকা ইভা এয়ারওয়েজের বিমানের সঙ্গে ধাক্কা লাগে। বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আর উড়তে পারেনি। বাতিল হয়ে যায় বিমান। ২৫০ জন যাত্রী ও ১৪ জন ক্রু মেম্বারকে নিয়ে ওড়ার কথা ছিল বিমানটির। তবে ইভা এয়ারওয়েজের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
মাস কয়েক আগে এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইন্সের দুটি বিমান মাঝ আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল। দুটি বিমানই কাঠমান্ডুতে অবতরণ করছিল। তার আগেই মাঝ আকাশে খুব কাছাকাছি চলে এসেছিল বিমান দুটি। বিমানের চালকের নজরে আনায় কোনও ক্রমে রক্ষা পান বিমানযাত্রীরা। সেই ঘটনায় তদন্ত হয়েছিল, এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা আধিকারিকদের সাসপেন্ডও করা হয়েছিল।