Operation Sindoor: ‘এই দেশেই লুকিয়েছিলেন লাদেন’, পাকিস্তানকে ধুয়ে দিলেন ব্রিটিশ সাংসদ

Operation Sindoor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে ব্রিটেনের হাউস অব কমন্সে সরব হন কনজারভেটিভ পার্টির সাংসদ প্রীতি প্যাটেল। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গি। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়।

Operation Sindoor: এই দেশেই লুকিয়েছিলেন লাদেন, পাকিস্তানকে ধুয়ে দিলেন ব্রিটিশ সাংসদ
ব্রিটিশ সাংসদ প্রীতি প্যাটেলImage Credit source: X handle

| Edited By: সঞ্জয় পাইকার

May 08, 2025 | 9:43 AM

লন্ডন: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে, জঙ্গিদের স্বর্গরাজ্য পাকিস্তান। এবার ভারতের ‘অপারেশন সিঁদুর’কে সমর্থন করে ব্রিটেনের সংসদে পাকিস্তানকে তুলোধনা করলেন ব্রিটিশ সাংসদ প্রীতি প্যাটেল। ব্রিটেনের হাউস অব কমন্সে তিনি বলেন, “পাকিস্তান সেই দেশ, যেখানে ওসামা বিন লাদেন লুকিয়েছিলেন।” ভারতের আত্মরক্ষায় পদক্ষেপ করার অধিকার রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ভারতের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানকে আরও শক্তিশালী করতে ব্রিটেনের সরকারের কাছে আবেদন জানালেন তিনি।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে ব্রিটেনের হাউস অব কমন্সে সরব হন কনজারভেটিভ পার্টির সাংসদ প্রীতি প্যাটেল। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গি। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়। হাউস অব কমন্সে প্রীতি বলেন, “গত ২২ এপ্রিল নৃশংসভাবে ২৬ জনকে খুন করা হয়। পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয় বেশিরভাগ ব্যক্তিকে।” মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানান তিনি।

পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ভারত ও পশ্চিমী দেশগুলির কাছে চিন্তার কারণ বলে তিনি মন্তব্য করেন। ভারতে বারবার সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ করেন তিনি। পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল, সেই ইতিহাসও রয়েছে। তিনি বলেন, “পাকিস্তান সেই দেশ, যেখানে ওসামা বিন লাদেন লুকিয়েছিলেন।”

অপারেশন সিঁদুরের নাম না করলেও ভারতের যে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে অভিযানের অধিকার রয়েছে, তা স্পষ্ট করে দেন ব্রিটিশ এই সাংসদ। তিনি বলেন, যে সব জঙ্গি সংগঠন ভারতের নিরাপত্তা বিঘ্নিত করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার অধিকার রয়েছে ভারতের। তবে তিনি চান, ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন কমুক।