Eyebrow Transplant: মাথার চুলের মতো বাড়ছে ভ্রু! প্রায় দেড় লক্ষ টাকায় ট্রান্সপ্ল্যান্ট করিয়ে হাত কামড়াচ্ছেন ৩৬ বছরের মহিলা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 11, 2022 | 9:00 AM

Bizarre: ২০২১ সালের জুন মাসে ভ্রু ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন তিনি। তা করতে ইসাবেলের খরচ হয়েছিল দেড় হাজার ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা।

Eyebrow Transplant: মাথার চুলের মতো বাড়ছে ভ্রু! প্রায় দেড় লক্ষ টাকায় ট্রান্সপ্ল্যান্ট করিয়ে হাত কামড়াচ্ছেন ৩৬ বছরের মহিলা
ভ্রু ট্রান্সপ্ল্য়ান্ট করিয়ে বিপত্তি

Follow Us

লন্ডন: সৌন্দর্যের জন্য অনেক মহিলা শরীরের বিভিন্ন অঙ্গের পরিচর্যা করে থাকেন। বিশেষ অঙ্গকে নিজের মতো করে গড়ে তুলতে ট্রান্সপ্ল্যান্টও করেন অনেকে। ৩৬ বছরের এক মহিলা নিজের ভ্রুকে আরও সুন্দর করে তুলতে চেয়েছিলেন। স্বাভাবিক ভাবে গজানো নিজের ভ্রু নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। তাই ভ্রু ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মাথার চুল দিয়ে নিজের ভ্রু ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন তিনি। তা করতে তাঁর খরচ হয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা। কিন্তু মাথার চুল ভ্রুতে লাগানোর পরই তাঁর ভ্রু আগের থেকে অনেক বেশি হারে বেড়ে যাচ্ছে। প্রতি মাসে এখন তাঁকে ভ্রু কাটতে হয়। পাশাপাশি ভ্রুর পরিচর্যা করতে রোজ তাঁকে ব্য়য় করতে হয় আধ ঘণ্টার বেশি সময়।

ব্রিটেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, ওই মহিলার নাম ইসাবেলে কুটক্সি। ৩৬ বছরের ওই মহিলা টেটবুরি শহরের বাসিন্দা। ভ্রু ট্রান্সপ্ল্যান্ট করাতে ইংল্যান্ড থেকে পোল্য়ান্ড উড়ে গিয়েছিলেন তিনি। ২০২১ সালের জুন মাসে ভ্রু ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন তিনি। তা করতে ইসাবেলের খরচ হয়েছিল দেড় হাজার ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা। ভ্রুতে মাথার চুল বসানো হয়েছিল ট্রান্সপ্ল্যান্ট করে। তা করানোর পর থেকে সৌন্দর্যের বদলে ঝঞ্ঝাট বেড়েছে বেশি। অত্যধিক হারে বাড়তে শুরু করেছে সেই লোম। যার জেরে প্রতি মাসে ভ্রু কাটতে হচ্ছে তাঁকে। রোজ তাঁর আধ ঘণ্টা চলে যায় ভ্রু পরিচর্যায়।

এ নিয়ে ইসাবেলে বলেছেন, “মজার বিষয় হল, আমার ভ্রুর লোম মাথার চুলের মতো বাড়ছে। যদি তা না কাটা হয়, তাহলে বিশাল বড় হয়ে যাচ্ছে। প্রতি মাসে আমাকে ভ্রু কাটতে যেতে হয়। আমি যা চেয়েছিলাম তা হল না। উল্টে ঝামেলা বেড়ে গেল।” ভ্রু পরিচর্যা রোজ তাঁর যে সময় ব্য়য় হয়, তা নিয়েও হতাশা গোপন করেননি ব্রিটেনের ওই মহিলা।

Next Article