Bangladesh: শেষে কি না ‘গম চোর’ বাংলাদেশ! ফুঁসে উঠল ইউক্রেন, মান-সম্মান টুকুও রইল না ইউনূস জমানায়

Bangladesh: ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার দখল করে রাখা ইউক্রেনের অংশ থেকে চুরি করা গম আমদানি করেছে বাংলাদেশ। রয়টার্সকে জানানো অভিযোগে ইউক্রেন বলেছে, বাংলাদেশ আন্তর্জাতিক চুক্তির নিয়ম লঙ্ঘন করেছে।

Bangladesh: শেষে কি না গম চোর বাংলাদেশ! ফুঁসে উঠল ইউক্রেন, মান-সম্মান টুকুও রইল না ইউনূস জমানায়
বাংলাদেশের বিরুদ্ধে গম চুরির অভিযোগ।Image Credit source: TV9 বাংলা

|

Jun 29, 2025 | 8:27 AM

ঢাকা: গণতন্ত্র আগেই লাটে উঠেছিল। এবার বিশ্বমঞ্চে মান-সম্মানটুকুও খোয়াল বাংলাদেশ। ইউনূস সরকারের বিরুদ্ধে সরাসরি চুরির অভিযোগ। ইউক্রেনের অভিযোগ, গম চুরি করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভুয়ো কোম্পানির নামে ইউক্রেন থেকে গম আমদানি করেছে বাংলাদেশ। তাদের উপরে নিষেধাজ্ঞা দাবি করে ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হতে চলেছে ইউক্রেন।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার দখল করে রাখা ইউক্রেনের অংশ থেকে চুরি করা গম আমদানি করেছে বাংলাদেশ। রয়টার্সকে জানানো অভিযোগে ইউক্রেন বলেছে, বাংলাদেশ আন্তর্জাতিক চুক্তির নিয়ম লঙ্ঘন করেছে। দেশে গম আমদানির জন্য ইউক্রেনের সঙ্গে চুক্তি না করে, বেসরকারি সংস্থার মাধ্যমে গম কিনেছে। এই ঘটনায় ক্ষুব্ধ ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে অভিযোগ করবে বলেই জানিয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলির উপরে যাতে নিষেধাজ্ঞা জারি করা হয়, সেই দাবি জানানো হবে।

ইউক্রেনের এক কূটনীতিক জানিয়েছেন, রাশিয়ার বন্দর থেকে দেড় লক্ষ টনের বেশি গম বাংলাদেশে পাঠানো হয়েছে। এই বিষয়ে ঢাকাকে সতর্ক করা হলেও, তারা কোনও জবাব দেয়নি। গম আমদানি বন্ধও করেনি। এবার বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে চলেছে ইউক্রেন।

ইউক্রেনের দাবি, রাশিয়া ইউক্রেনের অধিকৃত এলাকার গমের সঙ্গে  নিজেদের গম মিশিয়ে রফতানি করছে, যাতে ধরা না পড়ে। ইউক্রেন এই কাজকে অপরাধ বলে গণ্য করছে। অভিযোগ প্রমাণিত হলে, শুধু নিষেধাজ্ঞা নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। এদিকে, বাংলাদেশের দাবি তারা চুরি করা গম নেয়নি।