
ওয়াশিংটন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পালা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে এবার মার্কিন মুলুকে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
পুতিনের সঙ্গে বৈঠকের পর গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে যুদ্ধবিরতি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। এই খবর পেতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বললেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে সহযোগিতা করতে রাজি তিনি।
জ়েলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন। এই নিয়ে চলতি বছরে এটা দ্বিতীয় সাক্ষাৎ হতে চলেছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওভাল অফিসে তাদের সাক্ষাৎ হয়েছিল, তখন কার্যত বচসা লেগেছিল ট্রাম্প-জ়েলেনস্কির মধ্যে।
আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠকে ইউক্রেনের যুদ্ধে সংঘর্ষবিরতি নিয়ে কোনও চুক্তি হয়নি। বৈঠকের পর ফেরার পথে জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। জ়েলেনস্কির সঙ্গে প্রায় ১ ঘণ্টা ফোনে কথা বলেন ট্রাম্প। যুদ্ধবিরতির বদলে ট্রাম্প দ্রুত শান্তিচুক্তির কথা বলেছেন জ়েলেনস্কিকে।