কিয়েভ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারা গিয়েছেন! সম্প্রতি এ রকমই দাবি করেছেন ইউক্রেনের সেনা বাহিনীর প্রধান কিরলো বুদানভ। শুধু তাই নয়, ইউক্রেনের সেনাপ্রধানের দাবি, পুতিনের মৃত্যু অনেক দিন আগে হয়েছে। পুতিনের একটি ডেমো তৈরি তা বিশ্বের সামনে দেখানো হচ্ছে বলেও দাবি তাঁর। সম্প্রতি এক রেডিয়ো স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি। সেখানে বুদানভ বলেছেন, “২০২২ সালের ২৬ জুন শেষ বার দেখা গিয়েছিল পুতিনকে।”
ইউক্রেনের সেনাপ্রধান অবশ্য খোলসা করেননি কী ভাবে পুতিনের মৃত্যু হয়েছে বা কবে মৃত্যু হয়েছে। তবে পুতিন দীর্ঘদিন জনসমক্ষে আসছেন না। যে পুতিনকে গোটা বিশ্ব দেখছে তিনি নাকি পুতিনের ডেমো! অন্তত এমনই দাবি বুদানভের। এ বিষয়ে তিনি বলেছেন, “২০২২ সালের ২৬ জুন শেষ বার দেখা গিয়েছিল পুতিনকে। হয় তিনি বেঁচে নেই। বা তাঁর স্বাস্থ্যের অবস্থা ভাল নয়।” পুতিনের স্বাস্থ্যের বিষয়ে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, “আমি নিশ্চিত পুতিন ক্যানসারে আক্রান্ত। হয় তিনি বেশি দিন বাঁচবেন না। বা শীঘ্রই মারা যাবেন।” সপ্তাহ দুয়েক আগে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সংশয় প্রকাশ করেছিলেন পুতিনের জীবিত কি না, তা নিয়ে।
যদিও ইউক্রেন সেনাপ্রধানের এই দাবি আদৌ কতটা সঠিক তা নিয়ে মতানৈক্য রয়েছে। অনেকেই মনে করেছেন, বুদানভের এই দাবির পিছনে কোনও প্রমাণ নেই। পুতিনের মৃত্যু নিয়ে তিনি অবান্তর কথা বলছেন এমন অভিযোগও উঠেছে। যদিও নয়াদিল্লিতে জি২০ সম্মেলন এবং জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে সশরীরে উপস্থিত নেননি পুতিন। যদিও ব্রিকস সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন।