
ওয়াশিংটন: মার্কিন হামলার আশঙ্কায় ইরানে হাই অ্যালার্ট জারি সেনার। ইরানের সঙ্গে সবরকমের যোগাযোগ বন্ধ আমেরিকার। দুই দেশের প্রতিনিধিদের কথা বলার সব রাস্তা বন্ধ করল তেহরান। ট্রাম্পের হুঁশিয়ারির পর থেকেই ইরান জুড়ে যুদ্ধের দামামা। অন্যদিকে, প্রতিবেশী কাতারের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। এরই মধ্যে আমেরিকার তরফে অবিলম্বে সেনাদের সেনাঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে দাবি আন্তর্জাতিক সংবাদসংস্থার।
সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন আজিজ নাসিরজাদেহ।
ব্রিগেডিয়ার জেনারেলের হুঁশিয়ারি, ইরানের ভাঁড়ারে অনেক চমক আছে। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার সম্পত্তিতে হামলা হলে ইরানকে ফল ভুগতে হবে।’ অন্যদিকে তখন ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্ৰী বলছেন, শেষ রক্তবিন্দু দিয়েও লড়ব। এহেন পরিস্থিতিতে আমেরিকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি থেকে সেনাবাহিনীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সূত্রের খবর, বুধবার সন্ধ্যার মধ্যে আল উদেইদ ঘাঁটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বাহিনীর একাংশকে। এই নির্দেশকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবেই উল্লেখ করছে আমেরিকা। কাতারের আল উদেইদ সেনাঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকে। গত বছরও ওই ঘাঁটি লক্ষ্য করে ১৪টি ব্যালিস্টিক মিসাইল পাঠিয়ে হামলা করেছিল ইরান। সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্টও বলছে, তেহরানের হুঁশিয়ারির পর থেকেই ওয়াশিংটন সেনা সরাতে শুরু করেছে।
ইরানের সাম্প্রতিক বিক্ষোভে বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে আন্দোলন চলছে। চরম আর্থিক সঙ্কট সহ একাধিক সমস্যায় জর্জরিত মানুষ পথে নেমেছে, প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে। ইরান সরকার এই বিক্ষোভ দমন করতে কঠোর অবস্থান নিয়েছে। নিহতের সংখ্যা ২৬০০ ছাড়িয়েছে, তারপরও ইরানে বিক্ষোভ থামছে না। এরই মধ্যে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প।
এদিকে, যুদ্ধের আবহে ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। একে একে ইরান ছাড়ছেন ভারত, আমেরিকা, ইউরোপীয় দেশের নাগরিকরাও। মার্কিন সেনা যে যুদ্ধের জন্য তৈরি, তা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইরানের আশপাশে সব মার্কিন বায়ুসেনা ঘাঁটি চূড়ান্ত সতর্ক রয়েছে।