Joe Biden: বাইডেনের ভারত সফরের আগে করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি

Covid positive: মার্কিন ফার্স্ট লেডি করোনা আক্রান্ত হওয়ায় বাইডেনের জি-২০ সামিটে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। আদৌ কী মার্কিন প্রেসিডেন্টের সামিটে যোগ দিতে পারবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Joe Biden: বাইডেনের ভারত সফরের আগে করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি
করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।Image Credit source: AP

| Edited By: Sukla Bhattacharjee

Sep 05, 2023 | 9:49 AM

ওয়াশিংটন: জি-২০ সামিটের (G-20 Summit) হাতে গোনা ৩ দিন বাকি। নির্ধারিত সময়ের দু-দিন আগেই ভারতে আসার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। কিন্তু, এর মধ্যেই কোভিড আক্রান্ত হলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন (Jill Biden)। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। তবে এখনও পর্যন্ত প্রেসিডেন্ট (US President) জো বাইডেনের কোভিড রিপোর্ট নেগেটিভ বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।

সোমবারই মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। খবরটি নিশ্চিত করেছেন ফার্স্ট লেডির কমিউনিকেশন ডিরেক্টর এলিজাবেথ আলেকজান্ডার। বিবৃতি দিয়ে তিনি জানান, ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনার মৃদু উপসর্গ রয়েছে। ডেলাওয়ারের রেহোবোথ বিচে নিজেদের বাড়িতেই থাকবেন তিনি।

অন্যদিকে, প্রেসিডেন্ট বাইডেনের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে সোমবার সন্ধ্যায় ডেলাওয়ার থেকে তিনি একাই হোয়াইট হাউসে ফিরে এসেছেন। এরপরই হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে গোটা বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের কোনও উপসর্গ দেখা দিচ্ছে কিনা সে বিষয়ে নজর দেওয়া হচ্ছে এবং চলতি সপ্তাহেই নিয়মমাফিক চেকাপ করাবেন তিনি।

গত বছরও অগস্টে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭২ বছর বয়সি মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। তার আগে জুলাইয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮০ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে মার্কিন ফার্স্ট লেডি করোনা আক্রান্ত হওয়ায় বাইডেনের জি-২০ সামিটে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। আদৌ কী মার্কিন প্রেসিডেন্টের সামিটে যোগ দিতে পারবেন, আদৌ কি তাঁর পক্ষে করোনা নেগেটিভ থাকা সম্ভব হবে, এমন প্রশ্ন উঠছে। যদিও বাইডেন বা হোয়াইট হাউসের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ফলে মার্কিন প্রেসিডেন্টের দিল্লি সফর নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।