USA Gun Control: ২১-এর নিচে কেনা যাবে না বন্দুক, বিরোধিতা সত্ত্বেও পাশ হল বিল

US House passes Gun Control Bill: বুধবার (৮ জুন) 'ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস' অর্থাৎ, মার্কিন সংসদের নিম্নকক্ষে পাশ হল বন্দুক নিয়ন্ত্রণ আইন। বাফেলো, নিউ ইয়র্ক, টেক্সাসের ইউভ্লেড - সম্প্রতি একের পর এক বন্দুকবাজের হামলার প্রেক্ষিতে এই বিল আনা হল।

USA Gun Control: ২১-এর নিচে কেনা যাবে না বন্দুক, বিরোধিতা সত্ত্বেও পাশ হল বিল
এখনও বিরোধিতা রিপাবলিকানদের

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 09, 2022 | 2:59 PM

ওয়াশিংটন: বুধবার (৮ জুন) ‘ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস’ অর্থাৎ, মার্কিন সংসদের নিম্নকক্ষে পাশ করা হল বন্দুক নিয়ন্ত্রণ বিল। বাফেলো, নিউ ইয়র্ক, টেক্সাসের ইউভ্লেড – সম্প্রতি একের পর এক বন্দুকবাজের হামলার প্রেক্ষিতে এই বিল আনা হয়েছে। আধা-স্বয়ংক্রিয় বন্দুক ক্রয়ের বয়স সীমা বৃদ্ধি, একসঙ্গে ১৫ রাউন্ডের বেশি ম্যাগাজিন না বিক্রয় করার মতো এক গুচ্ছ বিধিনিষেধের কথা বলা হয়েছে এই বিলে। মোটামুটিভাবে পার্টি লাইন মেনেই ভোট দেন মার্কিন আইনপ্রণেতারা। হাউসে ডেমোক্র্য়াটদের ২২০টি আসন রয়েছে। বিলের পক্ষে ভোট পড়েছে ২২৩টি, বিপক্ষে ২০৪টি।

ইউভ্লেডের প্রাথমিক বিদ্যালয় এবং বাফেলোর সুপার মার্কেট – দুই জায়গাতেই বন্দুকবাজরা ছিল মাত্র ১৮ বছর বয়সী। অবাধে তারা আধা-স্বয়ংক্রিয় অস্ত্র কিনেছিল। নয়া বিলে এই ধরনের অস্ত্র কেনার ন্যূনতম বয়স বাড়িয়ে ২১ করার সুপারিশ করা হয়েছে। শুধু ক্রয়ের ক্ষেত্রে নয়, বন্দুক সংরক্ষণের বিষয়েও বিলে বিশেষ কিছু বিধানের কথা বলা হয়েছে। নিরাপদ জায়গায় না রাখার ফলে, কোনও নাবালকের হাতে বন্দুক পৌঁছে যেতে পারে। সে যদি নিজেকে বা অন্য ব্যক্তিদের আঘাত বা হত্যা করার জন্য ওই বন্দুক ব্যবহার করে, সেই ক্ষেত্রে ওই বন্দুকের মালিকের জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান দেওয়া হয়েছে। এছাড়া ‘বাম্প স্টক’, যা ব্যবহার করে কোনও সাধারণ বন্দুককে আধা-স্বয়ংক্রিয় করে তোলা যায়, সেই যন্ত্র এবং সিরিয়াল নম্বর ছাড়াই বন্দুক বিক্রি নিষিদ্ধ করার বিষয়েও কিছু বিধান তৈরির সুপারিশ করা হয়েছে।

বিলটি অবশ্য শেষ অবধি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ মার্কিন সেনেট এখনও বন্দুক নিয়ন্ত্রণে নারাজ। তারা মনে করছে, মানসিক স্বাস্থ্য কর্মসূচির উন্নতি, স্কুলগুলি নিরাপত্তা কঠোর করা এবং ব্যাকগ্রাউন্ড যাচাই বাড়িয়ে ইউভ্লেডের স্কুলের মতো ঘটনা এড়ানো সম্ভব। প্রসঙ্গত, সেনেটে ডেমোক্র্য়াট এবং রিপাব্লিকানদের শক্তি মোটামুটি সমান। তবে, এই বিল নভেম্বরের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের সুবিধা করে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

হাউসে টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি ভেরোনিকা এসকোবার বলেছেন, ‘আমরা সকল প্রাণ রক্ষা করতে পারব না। তাই বলে কি চেষ্টা করব না? মার্কিন জনগণ আমরা আপনাদের মনের কথা শুনতে পেয়েছি, আর আজ আমরা হাউসে আপনারা যা চেয়েছিলেন সেই পদক্ষেপ করছি। লক্ষ্য রাখুন কারা আপনাদের সঙ্গে আছেন, কারা নেই।’ স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ‘আমাদের শিশুদের ক্রমাগত ভয়ের মধ্যে থাকতে হচ্ছে, এটা অত্যন্ত অসুস্থকর। এদিনের ভোটে যে অগ্রগতি ঘটল, তা ঐতিহাসিক’। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিঁ জাঁ-পিয়ের বিলটিকে স্বাগত জানিয়েছেন।

বুধবার হাউসে উপস্থিত ছিলেন সাম্প্রতিক বন্দুকবাজের হানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরাও। বিলটি পেশ করার আগে হাউসের প্রতিনিধিরা তাঁদের মর্মান্তিক কাহিনি শোনেন। উপস্থিত ছিল, ইউভ্লেডের স্কুলের ১১ বছরের এক কিশোরীও। বন্ধুর রক্ত গায়ে মেখে মৃত সেজে মৃত্যুকে এড়িয়েছিল সে। বস্তুত ইউভ্লেডের স্কুলের ওই ঘটনাই মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদেরও বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে ভাবতে বাধ্য করেছে।