Attack In Nancy Pelosi’s House: মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা, হাসপাতালে তাঁর স্বামী, ধৃত আততায়ী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 29, 2022 | 6:40 AM

Attack In Nancy Pelosi's House: শুক্রবার ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে তাঁর স্বামীর উপর হামলা করা হয়। বর্তমানে তাঁর স্বামী হাসপাতালে চিকিৎসাধীন।

Attack In Nancy Pelosis House: মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা, হাসপাতালে তাঁর স্বামী, ধৃত আততায়ী
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

সান ফ্রান্সিসকো: হামলা করা হল মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির (Nancy Pelosi)। শুক্রবার পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে তাঁর স্বামীর উপর হামলা করা হয়। পেলোসির দফতরের তরফে জানানো হয়েছে, এই হামলায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। হাসপাতালে ভর্তি পর্যন্ত করাতে হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আততায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পেলোসির মুখপাত্র ড্রিউ হাম্মিল একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘এদিন সকালবেলা সান ফ্রান্সিসকোতে পেলোসির বাসভবনে ঢুকে পড়ে আততায়ী এবং পেলোসির স্বামীর উপর হামলা চালায়।’ সেই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘আততায়ীকে হেফাজতে নেওয়া হয়েছে। এবং এই হামলার পিছনে থাকা কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পেলোসির স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

গতকাল খুব সকালেই এই ঘটনা ঘটে। প্রথমে পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে পড়ে আততায়ী। তারপর তাঁর স্বামীর উপর হামলা চালানো হয়। তবে এই হামলার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য বা কারণ রয়েছে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই হামলার সময় ন্যান্সি পেলোসি সান ফ্রান্সিসকোতে ছিলেন না বলে জানা গিয়েছে। এদিকে হাম্মিল জানিয়েছেন,’যাঁরা সাহায্যার্থে তাড়াতাড়ি এগিয়ে এসেছেন এবং তাঁর স্বামীর মেডিক্যাল পরিষেবায় যাঁরা নিযুক্ত তাঁদের কাছে কৃতজ্ঞ স্পিকার ও তাঁর পরিবার। এবং এই সময় কিছুটা গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন।’

প্রসঙ্গত, মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর জন্য এই বছরটা খুব একটা ভাল যাচ্ছে না। বছরের শুরুর দিকে কারাদণ্ড এবং বছর শেষের সময় এইরূপ হামলা। এ বছর মে মাসে মদ্য়পান করে গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল ৮২ বছর বয়সী এই বৃদ্ধের বিরুদ্ধে। সেই দোষে ৫ দিনের কারাদণ্ডের সাজাও মিলেছিল তাঁর। তারপর এই হামলার মুখোমুখি তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আর এই হামলার পিছনে কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

Next Article