ফ্লোরিডা: জীবনটা একঘেয়ে হয়ে গিয়েছে। আর সেই একঘেয়েমি কাটাতেই অভিনব পদক্ষেপ করলেন এক মার্কিন নাগরিক। একেবারে পুলিশের টুপি পড়ে একটি ব্যাংকে এবং একটি দোকানে ডাকাতি করলেন। যদিও এ কাজ করে তিনি রেহাই পাননি। অরল্যান্ডো পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তবে এর জন্য তাঁর কোনও আক্ষেপ নেই। বরং গ্রেফতারির পর অকপটে নিজের অপরাধের কথা এবং সেই অপরাধ করার কারণ পুলিশকে জানিয়েছেন তিনি।
পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম নিকোলাস জাপাটার লামাড্রিড। ফ্লোরিডা শহরের বাসিন্দা ৪৫ বছর বয়সি নিকোলাস অরল্যান্ডো টিডি ব্যাঙ্ক এবং সার্কেল কে গ্যাস স্টেশনে ডাকাতি করেছেন। একদিনের ব্যবধানে তিনি পুলিশের মতো কালো টুপি এবং সানগ্লাস পড়ে দুটি ডাকাতি করেছেন। তারপর গ্রেফতারির পর জানিয়েছেন, ডাকাতি করার কারণ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে গত ৫ ডিসেম্বর, সকাল সাড়ে নটা নাগাদ। নিকোলাস জাপাটার একেবারে মাথায় পুলিশ টুপি পড়ে গোয়েন্দা সেজে টিডি ব্যাঙ্কে ঢোকেন এবং নিজের হাতে ‘হেনস্তা’ এবং ‘টাকা’ লেখা একটি চিরকুট ব্যাঙ্ক আধিকারিকের হাতে দেন। তারপর ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে তিনি হেঁটেই বেরিয়ে যান।
এর পরের ঘটনাটি ঘটেছে গত ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ। সাউথ ফার্ন ক্রিক অ্যাভিনিউয়ের সার্কেলের একটি দোকানে। ওই দোকানের কর্মী জানান, অভিযুক্ত ওই ব্যক্তি নিজের হাতে লেখা একটি চিরকুট দিয়ে সমস্ত টাকা নিতে আসেন। চিরকুটে লেখা ছিল, “আমাকে সমস্ত টাকা এবং ৩০৫-এর ১০০-এর একটি প্যাকেট (সিগারেট) দয়া করে দিন।” সেই সময়ে জাপাটারের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও পুলিশ জানিয়েছে।
জাপাটারের এই অভিনব কাণ্ড দেখে হতবাক পুলিশও। অরল্যান্ডো পুলিশের এক আধিকারিক জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরেও টাকা এবং সিগারেট চুরি করার জন্য দু-মিনিট দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল জাপাটার। পুলিশ অবশ্য তখনই তাকে গ্রেফতার করে।
তবে গ্রেফতারির পরও যেন আক্ষেপ নেই জাপাটারের। পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে তার কারণও ব্যাখ্যা করেছেন জাপাটার লামাড্রিড। তিনি জানান, জীবনটা তাঁর ‘একঘেয়ে’ লাগছিল এবং ‘আবেগজনিত সমস্যা’য় ভুগছিলেন। তাই চুরি-ডাকাতির পরিকল্পনা করেন তিনি।
কিন্তু, একঘেয়েমি কাটাতে দোকানে চুরি বা জেলের যাওয়ার পরিকল্পনা! সাধারণত শোনা যায় না। যদিও গত মাসেই মিশিগানে এই অদ্ভুত একই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। জাসোন ক্রিসমাস নামে ৪২ বছর বয়সি মিশিগানের এক ব্যক্তি একেবারে উবের ক্যাব বুকিং করে একটি ব্যাঙ্ক থেকে টাকা লুঠ করে নিয়ে যান। তারপর সাউথফিল্ড পুলিশের হাতে ধরা পড়ে তিনিও একঘেয়েমি কাটাতে ব্যাঙ্ক ডাকাতি করেন বলে জানিয়েছেন ওই উবের চালক ক্রিসমাসের এই পরিকল্পনার কথা কিছুই জানতেন না বলে পুলিশকে জানিয়েছেন। তবে একঘেয়েমি জীবন এবং একঘেয়েমি কাটাতে এই ধরনের ঘটনা মনোবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। যান্ত্রিক জীবনে মানুষ যে কতটা ভয়াবহ ও জীবন সম্পর্কে উদাসীন হয়ে উঠছে, তা এই সমস্ত ঘটনাতেই স্পষ্ট।