শুল্ক বসিয়েও কমেনি রাগ! ভারত-রাশিয়াকে মৃত অর্থনীতি বলে আক্রমণ ট্রাম্পের

US President Donald Trump: এ দিন ভারতের সঙ্গে রাশিয়ার সু-সম্পর্ককে আক্রমণ করেই ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন যে বিশ্বের সর্বাধিক ট্যারিফ নেওয়া দেশগুলির মধ্যে অন্যতম হল ভারত।

শুল্ক বসিয়েও কমেনি রাগ! ভারত-রাশিয়াকে মৃত অর্থনীতি বলে আক্রমণ ট্রাম্পের
ভারত-রাশিয়ার উপরে রাগ ট্রাম্পের।Image Credit source: PTI

|

Jul 31, 2025 | 12:52 PM

ওয়াশিংটন: শুল্ক বসিয়েই ক্ষান্ত হননি। এবার ভারত-রাশিয়াকে একযোগে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত, রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বললেন তিনি। দুই দেশের অর্থনীতি ডুবে গেলেও, তিনি চিন্তিত নন, এমনটাই বলেন তিনি।

গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। ভারত থেকে আমদানি করা সমস্ত পণ্যের উপরেই এই শুল্ক বসানো হবে। পাশাপাশি আবার ভারতের জন্য পেনাল্টি বা জরিমানার কথাও বলেছেন ট্রাম্প। এই শুল্ক চাপানোর কারণ হিসাবে দর্শিয়েছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং তাদের কাছ তেল ও অস্ত্র সামগ্রী কেনা। এবার একযোগে ভারত-রাশিয়াকে আক্রমণ করলেন।

এ দিন ভারতের সঙ্গে রাশিয়ার সু-সম্পর্ককে আক্রমণ করেই ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন যে বিশ্বের সর্বাধিক ট্যারিফ নেওয়া দেশগুলির মধ্যে অন্যতম হল ভারত। নয়া দিল্লির এই চড়া শুল্কের কারণেই দুই দেশের মধ্যে খুব সামান্য বাণিজ্য হয় বলে তিনি দাবি করেন।

ট্রাম্প সোশ্যাল পোস্টে লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে আমার কিছু যায় আসে না। ওরা ওদের মৃত অর্থনীতিকে নিয়ে ডুবুক, আমার কিছু যায় আসে না।”

শুধু ভারতকেই নয়, রাশিয়াকেও আক্রমণ করতে ছাড়েননি ট্রাম্প। আমেরিকা ও রাশিয়ার মধ্যে প্রায় কোনও ব্যবসা হয় না এবং সেরকমই থাকবে বলে জানান। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ক’দিন আগেই বলেছিলেন যে ট্রাম্প ভয়ঙ্কর গেম খেলছে রাশিয়ার সঙ্গে। এই খেলা যুদ্ধে পরিণত হতে পারে। প্রত্যেকটা শর্তই হুমকি এবং যুদ্ধের দিরে এক ধাপ এগোনো।

এ দিন ট্রাম্প তাঁর জবাবে বলেন, “রাশিয়ার ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভকে বলে দিন, যিনি এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবেন, তার নিজের কথাবার্তা সামলানো উচিত। খুব ভয়ঙ্কর জায়গায় ঢুকে পড়ছেন তিনি।”