ট্রাম্পের খাঁড়া, এই ১২ দেশের নাগরিক পা রাখতে পারবে না আমেরিকায়! কোন কোন দেশ তালিকায়?

Donald Trump: আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের উৎখাতের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশের নিরাপত্তার স্বার্থে ১২টি দেশ থেকে নাগরিকদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ট্রাম্পের খাঁড়া, এই ১২ দেশের নাগরিক পা রাখতে পারবে না আমেরিকায়! কোন কোন দেশ তালিকায়?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Jun 05, 2025 | 9:17 AM

ওয়াশিংটন: ট্রাম্পের খাড়া নামল আবার। ১২টি দেশ থেকে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। দেশের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। কোন কোন দেশের উপরে এই নিষেধাজ্ঞা জারি হল?

মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, আফগানিস্তান, মায়ানমার, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, চাড, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনিয়া, এরিট্রিয়া, ও হাইতির বাসিন্দারা আর আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। তাদের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সম্প্রতি আমেরিকায় কলোরাডোয় হামলা চলেছিল ইজরায়েলের সমর্থকদের উপরে। গাজায় বন্দি ইজরায়েলিদের মুক্তির দাবিতে প্রতিবাদ হচ্ছিল। সেই মিছিলে মিশরের এক নাগরিক প্যালেস্তাইনের সমর্থনে স্লোগান দিয়ে মলোটভ ককটেল দিয়ে বিক্ষোভকারীদের উপরে হামলা করেন। একাধিক ব্যক্তি দ্বগ্ধ হন ওই হামলায়।

ওই ঘটনার পরই আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের উৎখাতের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশের নিরাপত্তার স্বার্থে ১২টি দেশ থেকে নাগরিকদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি বলেন, “বিদেশি সন্ত্রাসবাদীদের হাত থেকে আমেরিকাকে বাঁচালাম।”

এই নিষেধাজ্ঞার পাশাপাশি বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওনে, তোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলার মতো ছোট ছোট দেশগুলির নাগরিকদের প্রবেশেও আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৯ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন, তখনও ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেনের মতো মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। পরে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।