US President Donald Trump: ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নিজেই করলেন ঘোষণা!

US-Venezuela: কিছুদিন আগেই আমেরিকা রাতের অন্ধকারে ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালায়। বোমাবর্ষণ, গোলাবর্ষণের মাঝেই ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কে বন্দি বানিয়ে নিউ ইয়র্কে নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। 

US President Donald Trump: ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নিজেই করলেন ঘোষণা!
ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Jan 12, 2026 | 1:50 PM

ওয়াশিংটন: শুধু আমেরিকার নন, ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্টও নাকি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করলেন। আর ট্রাম্পের এই ঘোষণার পরই দক্ষিণ আমেরিকার তেল ও খনিজে সমৃদ্ধ দেশে হোয়াইট হাউসের নজর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে নয়, নিজের সোশ্যাল মিডিয়া সাইট- ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প নিজেকে ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন। উইকিপিডিয়ায় ট্রাম্পের যে ছবি রয়েছে, সেই ছবি সহ নিজের বায়োডাটা পোস্ট করেন। সেখানেই আমেরিকার ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট ছাড়াও ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন।

কিছুদিন আগেই আমেরিকা রাতের অন্ধকারে ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালায়। বোমাবর্ষণ, গোলাবর্ষণের মাঝেই ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কে বন্দি বানিয়ে নিউ ইয়র্কে নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

মাদুরোর অপহরণ ও অপসরণের পরই ভেনেজ়ুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও তেল মন্ত্রী ডেলসি রড্রিগেজ়কে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়।  ট্রাম্প সেই সময়ই দাবি করেছিলেন যে ভেনেজ়ুয়েলা আমেরিকাকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ভাল গুণমানের তেল দেবে। এই তেল বিক্রি করবে আমেরিকা, টাকা আমেরিকার হাতেই থাকবে। এবার নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবেই ঘোষণা করে দিলেন। কার্যত ভেনেজ়ুয়েলার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন ট্রাম্প। একইসঙ্গে ভেনেজ়ুয়েলার তেলের ভাণ্ডারেরও নিয়ন্ত্রণ পেয়ে গেলেন।

প্রসঙ্গত, ভেনেজ়ুয়েলার পর কিউবাকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। এতদিন ভেনেজুয়েলা কিউবাকে যে তেল সরবরাহ করত এবং আর্থিক সাহায্য করত, তা বন্ধ করে দেবে। মার্কো রুবিও কিউবার প্রেসিডেন্ট হবেন কি না, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন যে বিষয়টা খুব একটা খারাপ নয়।