US Tariffs Imposed: মঙ্গলেই নামল শনির খাঁড়া! ট্রাম্পের সিদ্ধান্তে হুড়হুড় করে টাকা বেরিয়ে যাবে ২ দেশের

Donald Trump: একা কানাডা নয়, মেক্সিকোও জানিয়েছে, যদি ট্রাম্প তাদের উপরে শুল্ক বসানোর সিদ্ধান্ত বদল না করে, তবে তারাও ব্য়াক-আপ প্ল্যান প্রস্তুত রাখছে।

US Tariffs Imposed: মঙ্গলেই নামল শনির খাঁড়া! ট্রাম্পের সিদ্ধান্তে হুড়হুড় করে টাকা বেরিয়ে যাবে ২ দেশের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Mar 04, 2025 | 8:14 PM

ওয়াশিংটন: যেমন বলা, তেমন করা। সত্যি সত্যিই আজ, মঙ্গলবার থেকে কানাডা, মেক্সিকোর উপরে শুল্ক বা ট্যারিফ বসিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ শতাংশ শুল্ক বসল দুই দেশের উপরই। আর হাত গুটিয়ে থাকল না কানাডাও। ট্রাম্পের শুল্ক চাপানোর ঘোষণার পরই পাল্টা জবাবে কানাডাও ঘোষণা করল যে ১০৭ বিলিয়ন ডলার মার্কিন পণ্যের উপরে শুল্ক বসানো হবে।

বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেন যে আমেরিকার চড়া শুল্ক এড়াতে আমেরিকান পণ্যের উপরেও পাল্টা ২৫ শতাংশ শুল্ক বসাবে। মোট ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের শুল্ক বসানো হবে।  বাকি ১২৫ বিলিয়ন ডলারের শুল্ক ২১ দিনের মধ্যে বসানো হবে। ট্রুডো সাফ জানিয়েছেন, যতদিন আমেরিকা এই শুল্ক-যুদ্ধ জারি রাখবে, ততদিন তারাও এই শুল্ক বসাবে।

একা কানাডা নয়, মেক্সিকোও জানিয়েছে, যদি ট্রাম্প তাদের উপরে শুল্ক বসানোর সিদ্ধান্ত বদল না করে, তবে তারাও ব্য়াক-আপ প্ল্যান প্রস্তুত রাখছে।

চিনও একই পথে হাঁটছে। আজ মঙ্গলবার থেকেই চিনের উপরে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। এর বদলা নিতে প্রস্তুতি নিচ্ছে চিনও।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় দ্বিতীয়বার বসার পর থেকেই রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর হুঁশিয়ারি দিয়েছে। সবথেকে বেশি শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে শীর্ষেই রয়েছে ভারত। সম্প্রতিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন সফরে গিয়েছিলেন, সেই সময় ট্রাম্প সাফ জানিয়েছিলেন ভারতের উপরে সম পরিমাণ শুল্ক বসানো হবে। এবার সেই সিদ্ধান্ত সত্যিই কার্যকর করে কি না, তা-ই দেখার।