US Tariff on Brazil: শুধু বলসেনারোকে সমর্থন করেই ৫০ শতাংশ ট্যারিফ চাপালেন ট্রাম্প! জবাব দিল ব্রাজিলও

US Tariff: ব্রাজিলের প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, বলসেনারোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হওয়াই উচিত ছিল না। ওয়াশিংটন ব্রাজিলের বাণিজ্য় নিয়েও শীঘ্রই তদন্ত শুরু করবে বলে লেখেন তিনি।

US Tariff on Brazil: শুধু বলসেনারোকে সমর্থন করেই ৫০ শতাংশ ট্যারিফ চাপালেন ট্রাম্প! জবাব দিল ব্রাজিলও
এবার ব্রাজিলের উপরে ট্যারিফ চাপালেন ট্রাম্প।Image Credit source: X

|

Jul 10, 2025 | 8:46 AM

ওয়াশিংটন: ট্রাম্পের ট্যারিফের খেলা আবার শুরু। এবার প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসেনারো-কে সমর্থন করে ৫০ শতাংশ শুল্ক চাপালেন ব্রাজিলের উপরে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি মোটেও ভাল চোখে দেখছে না ব্রাজিল। সে দেশের বর্তমান প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা ডা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন যে ব্রাজিল একটি সার্বভৌম দেশ। কারোর হুমকি তারা বরদাস্ত করবে না। পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারাও।

২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলার কাছে হারের পরও প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারো ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র করেছিলেন, এই অভিযোগেই মামলা চলছে। এদিকে, মার্কিন দূতাবাসের তরফে বলা হয়, বলসেনারো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। ইতিমধ্যেই ব্রাসিলিয়া তলব করেছে মার্কিন প্রতিনিধিকে। এর মধ্যেই ট্রাম্প ব্রাজিলের উপরে ৫০ শতাংশ ট্য়ারিফ চাপানোর হুমকি দিলেন। ১ অগস্ট থেকে ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপরে ৫০ শতাংশ করে শুল্ক বসানো হবে।

ব্রাজিলের প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, বলসেনারোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হওয়াই উচিত ছিল না। ওয়াশিংটন ব্রাজিলের বাণিজ্য় নিয়েও শীঘ্রই তদন্ত শুরু করবে বলে লেখেন তিনি।

প্রসঙ্গত, ব্রাজিল আমেরিকার দ্বিতীয় বৃহত্তম স্টিল রফতানিকারক। ২০২৪ সালে ৪ মিলিয়ন টন স্টিল রফতানি করেছিল ব্রাজিল।

এদিকে, ট্রাম্প ট্য়ারিফের হুমকি দিলে, চুপ করে থাকেনি ব্রাজিলও। সে দেশের প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে লিখেছেন, অনৈতিকভাবে কোনও ট্য়ারিফ বসানো হলে, তা ব্রাজিলের অর্থনৈতিক আইন দিয়েই বিচার করা হবে। ব্রাজিল একটি সার্বভৌম দেশ। গণতান্ত্রিক বা বিচার ব্যবস্থায় কোনও বহির্শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করবে না।

অন্যদিকে,  ফিলিপিন্স, মলদোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া এবং ব্রুনাইয়ের উপরও ২৫ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ১ অগস্ট থেকে এই শুল্ক লাগু হওয়ার কথা।