Donald Trump-Gold Card: ফেল কড়ি, মাখো তেলের নীতি ট্রাম্পের! ৯ কোটি দিলেই পাবেন আমেরিকায় নাগরিকত্বের ‘সোনার টিকিট’

US President Donald Trump: এই গোল্ড কার্ড বাতিল করবে ইবি-৫ ভিসাকে, যা ১৯৯০ সালে মার্কিন কংগ্রেস তৈরি করেছিল বিদেশি বিনিয়োগ আনতে।  ট্রাম্পের দাবি, গোল্ড কার্ডের দৌলতে এবার আমেরিকায় শুধু দক্ষ কর্মীরাই আসবে। আবার গোল্ড কার্ডের ফি বাবদ সরকারের লাভও হবে। প্রথমে ৫ মিলিয়ন ডলারের দর হাঁকলেও, পরে তা ১ মিলিয়ন ও ২ মিলিয়ন ডলারে ধার্য করা হয়েছে। 

Donald Trump-Gold Card: ফেল কড়ি, মাখো তেলের নীতি ট্রাম্পের! ৯ কোটি দিলেই পাবেন আমেরিকায় নাগরিকত্বের সোনার টিকিট
ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Dec 11, 2025 | 11:31 AM

ওয়াশিংটন: আমেরিকায় এবার বিক্রি হবে নাগরিকত্ব (Citizenship)। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানালেন যে তাঁর ঘোষিত গোল্ড কার্ডের (Gold Card) এবার বিক্রি শুরু হতে চলেছে। এই গোল্ড কার্ড কিনতে খরচ হবে ১ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৯ কোটি টাকা থেকে ১৮ কোটি টাকা!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই গোল্ড কার্ড আমেরিকায় থাকার আইনি স্বীকৃতি দেবে এবং পরবর্তীতে আমেরিকার নাগরিকত্বের টিকিট হবে এই কার্ড। ইতিমধ্যেই ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

এই গোল্ড কার্ড বাতিল করবে ইবি-৫ ভিসাকে, যা ১৯৯০ সালে মার্কিন কংগ্রেস তৈরি করেছিল বিদেশি বিনিয়োগ আনতে।  ট্রাম্পের দাবি, গোল্ড কার্ডের দৌলতে এবার আমেরিকায় শুধু দক্ষ কর্মীরাই আসবে। আবার গোল্ড কার্ডের ফি বাবদ সরকারের লাভও হবে। প্রথমে ৫ মিলিয়ন ডলারের দর হাঁকলেও, পরে তা ১ মিলিয়ন ও ২ মিলিয়ন ডলারে ধার্য করা হয়েছে।

সহজ কথায় বলতে গেলে, গোল্ড কার্ড কিনলেই মিলবে আমেরিকার নাগরিকত্ব। এটিও আমেরিকার গ্রিন কার্ড। যা নাগরিকত্বের সুযোগ দেবে। ট্রাম্প নিজেই বলেছেন, “বেসিক্যালি, এটা গ্রিন কার্ড, তবে আরও ভাল। আরও শক্তিশালী ও মজবুত পথ তৈরি করবে আমেরিকার নাগরিকত্বের জন্য।”

মার্কিন সংস্থাগুলি ওই কার্ড কিনে অভিবাসী বা বিদেশি কর্মীদের নিয়োগ করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ট্রেজারি ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ টাকা আসবে। সেই টাকা দেশের উন্নতিতে খরচ করা হবে।  তবে এই গোল্ড কার্ড আবেদনের ক্ষেত্রে সংস্থাগুলিকে কী কী শর্ত মানতে হবে বা কতজন আবেদন করতে পারবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।


অভিবাসীদের আমেরিকাতে থাকা, কাজের নিয়মে কড়াকড়ি এনেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংস্থাগুলি এখন অন্য দেশের কর্মী নিয়োগ করতে পারছে না। নতুন ‘ট্রাম্প গোল্ড কার্ড’ কিনলে গ্রিন কার্ডের চেয়েও বেশি সুবিধা মিলবে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। তবে ট্রাম্পের এই পরিকল্পনা স্রেফ আর্থিক লাভের জন্য, বিরোধীরা এই সমালোচনায় সরব হয়েছে।

বিরোধীদের দাবি, ট্রাম্প তাঁর রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছেন শুধুমাত্র আমেরিকা-মেক্সিকোর মধ্যে প্রাচীর তৈরি এবং ইমিগ্রেশন বা অভিবাসন নীতিকে কেন্দ্র করে। এবারেও ক্ষমতায় আসার সময় তাঁর ক্যাম্পেন ছিল ‘মেক আমেরিকা গ্রেট এগেন’। প্রেসিডেন্ট পদে বসেই তিনি বেআইনিভাবে বসবাসকারীদের আমেরিকা থেকে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছেন।