Donald Trump: ডুবছে শেয়ার বাজার, ট্রাম্প বলছেন এটাই নাকি বড়লোক হওয়ার সময়!

US Tariff War: বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ শুরু করেছে আমেরিকা। ভারত, চিন, পাকিস্তান থেকে শুরু করে ইংল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়ন সহ একাধিক দেশের উপরে শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টা জবাবে চিনও শুল্ক বসাতেই মার্কিন প্রেসিডেন্টের দাবি চিন 'প্য়ানিক' করছে।

Donald Trump: ডুবছে শেয়ার বাজার, ট্রাম্প বলছেন এটাই নাকি বড়লোক হওয়ার সময়!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Apr 05, 2025 | 7:28 AM

ওয়াশিংটন: ট্যারিফ যুদ্ধ লেগেই গেল। বিশ্বের বিভিন্ন দেশের উপরে ট্যারিফ চাপিয়ে চোখরাঙানি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাকি দেশ এখনও চুপ থাকলেও, চিন কোনওভাবেই আমেরিকার এই আস্ফালন মানতে রাজি নয়। সেই কারণেই আমেরিকা চিনের উপরে ৩৪ শতাংশ শুল্ক বসাতেই, তারাও পাল্টা মার্কিন পণ্যে ৩৪ শতাংশই শুল্ক চাপাল। চিনের এই সিদ্ধান্তকে আবার ট্রাম্প ‘আতঙ্ক’ হিসাবেই দেখছেন।

কার্যত বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ শুরু করেছে আমেরিকা। ভারত, চিন, পাকিস্তান থেকে শুরু করে ইংল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়ন সহ একাধিক দেশের উপরে শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টা জবাবে চিনও শুল্ক বসাতেই মার্কিন প্রেসিডেন্টের দাবি চিন ‘প্য়ানিক’ করছে। নিজের সোশ্যাল মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “চিন ভুল খেলল, ওরা আতঙ্কিত, যা ওদের পক্ষে বহন করা সম্ভব নয়।”

এদিকে, ট্রাম্পের শুল্ক চাপানোর ঘোষণার পর থেকেই হু হু করে পতন হচ্ছে শেয়ার মার্কেটে। ওয়াল স্ট্রিটে লাগাতার দুই দিন ধরে রক্তক্ষরণ হচ্ছে, বিনিয়োগকারীদের রাখা কোটি কোটি টাকা চোখের পলকে উধাও হয়ে গিয়েছে। আর শুধু তো মার্কিন শেয়ার বাজার নয়, চিন, জাপান, ভারতের শেয়ার বাজারেও ধস নেমেছে।

নিজের এই সিদ্ধান্তকে ভুল মানতে নারাজ ট্রাম্প। উল্টে তাঁর বক্তব্য, “আমার নীতি কখনও বদলাবে না। এটা ধনী, এবং ধনী থেকে আরও ধনী হওয়ার সঠিক সময়।”

ট্রাম্পের দাবি, তাঁর এই ট্যারিফ বসানোর সিদ্ধান্তে অন্যান্য দেশগুলি আমেরিকায় রফতানি করার বদলে, সরাসরি সেখানেই কারখানা তৈরি করবে। এতে আমেরিকার অর্থনীতি ফুলে-ফেঁপে উঠবে।