
ওয়াশিংটন: তাক করে রয়েছে পরমাণু ক্ষেপণাস্ত্র সম্পন্ন ডুবোজাহাজ। রাশিয়াকে এই সুরেই হুমকি দিলেন ট্রাম্প। এদিন মার্কিন প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার কাছেই পৌঁছে গিয়েছে মার্কিন নিউক্লিয়ার সাবমারিন। গত শুক্রবারই রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের মন্তব্যের জবাবে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ‘উপযুক্ত জায়গায়’ দু’টি মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দিন দু’য়েক কাটতেই এবার ট্রাম্প দাবি করলেন, “কেউ যেন আর বাজে না বকে, তাই আগেভাগেই ওই দু’টি সাবমেরিনকে উপযুক্ত জায়গায় মোতায়েন করা হয়েছে।” ট্রাম্পের এই মন্তব্য শোনার পর সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘উপযুক্ত জায়গাটাই’ বা কোথায়? যার প্রত্যুত্তরে মার্কিন প্রেসিডেন্টের দাবি, “রাশিয়ার অদূরে।”
এককথায় রাশিয়াকে ফের পরমাণু হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার ট্রাম্প আরও বলেন, “ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে রাশিয়া বৈঠক চাইছে।” শুধু তাই নয়, রুশ শক্তিকে যে চাপের রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দাবিও শোনা যায় ট্রাম্পের মুখে। তাঁর কথায়, “ইউক্রেনের মানুষকে বাঁচাতেই রাশিয়াকে বাণিজ্যিক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেই চুক্তি না করলে চড়া শুল্ক চাপানো হবে।”
উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর থেকেই পুতিনের সঙ্গে সম্পর্কের রসায়ন ঠিক ছিল। তবে বেশিদিন নয়। ওয়াকিবহাল মহলের দাবি, আসলে ওটা সম্পর্কের রসায়ন নয়, বরং রুশ-ইউক্রেন যুদ্ধে ‘নাক গলানোর’ মাধ্যম। তবে সেই কৌশল চলেনি। ট্রাম্পের কথাও পুতিন শোনেননি। ফলত, খাঁড়া পড়তেই হত।