Donald Trump on Migrants: তৃতীয় বিশ্বের দেশ থেকে আমেরিকায় আসা চিরতরে বন্ধ, বিরাট সিদ্ধান্ত ট্রাম্পের
Immigrants in USA: ট্রাম্প ঘোষণা করেছেন যে আমেরিকার নাগরিক নন যারা, তাদের সমস্ত ধরনের ফেডেরাল সুবিধা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। বিদেশি কোনও নাগরিক যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা নিরাপত্তায় ঝুঁকি হতে পারেন কিংবা পশ্চিমী দুনিয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না, তাদের আমেরিকা থেকে নির্বাসিত বা ডিপোর্ট করা হবে।

ওয়াশিংটন: আমেরিকায় ঢোকা বন্ধ তৃতীয় বিশ্বের নাগরিকদের। কড়া নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের থেকে ঢিল ছোড়া দূরত্বে দুই নিরাপত্তারক্ষীকে গুলি করার ঘটনার পরই এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের।
আজ, শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে আমেরিকার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনা হচ্ছে। পাকাপাকিভাবে তৃতীয় বিশ্বের দেশ থেকে নাগরিকদের আমেরিকায় আসা বন্ধ করে দেওয়া হবে। বিদেশি নাগরিকদের উপরে আরও নজরদারি বাড়ানো এবং বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারীদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের অদূরে দুই ন্যাশনাল গার্ডকে গুলি করে এক আফগান নাগরিক। আজ মহিলা রক্ষীর মৃত্যু হয়। এরপরই মার্কিন প্রশাসন কড়া অবস্থান গ্রহণ করল। এবার আমেরিকায় আফগানিস্তান সহ ১৯টি দেশ থেকে আসা নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতিও পর্যালোচনা করে দেখা হবে।
এ দিন ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, “আমি তৃতীয় বিশ্বের দেশ থেকে নাগরিকদের আসা সম্পূর্ণ বন্ধ করে দেব মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ ঠিক করতে। বাইডেনের জমানায় যত লোক বেআইনিভাবে প্রবেশ করেছিল, তাদের সকলকে বের করা হবে। আমেরিকার জন্য যারা প্রয়োজনীয় নয় বা যারা এই দেশকে ভালবাসে না, তাদের সকলকে বিতাড়িত করা হবে।”
ট্রাম্প আরও ঘোষণা করেছেন যে আমেরিকার নাগরিক নন যারা, তাদের সমস্ত ধরনের ফেডেরাল সুবিধা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। বিদেশি কোনও নাগরিক যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা নিরাপত্তায় ঝুঁকি হতে পারেন কিংবা পশ্চিমী দুনিয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না, তাদের আমেরিকা থেকে নির্বাসিত বা ডিপোর্ট করা হবে।
প্রসঙ্গত, তৃতীয় বিশ্বের দেশ বলতে মূলত আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকার দেশগুলিকে গণ্য করা হয়, যেগুলি নিম্ন বা মাঝারি আয়ের উন্নয়নশীল দেশ।
ট্রাম্পের কথায়, সরকারের এই কঠোর পদক্ষেপগুলি দেশে বেআইনিভাবে বসবাসকারী বাসিন্দাদের বিতাড়িত করতেই নেওয়া। প্রেসিডেন্টের দাবি, রিফিউজির বোঝায় আমেরিকার সামাজিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করতে পারছে না।
এই সমস্যা মেটাতেই মার্কিন সিটিজেনশিপ অ্য়ান্ড ইমিগ্রেশন সার্ভিস সমস্ত গ্রিন কার্ড হোল্ডারদের পুনরায় যাচাই করবে। আফগানিস্তান, মায়ানমার, ইরান, লিবিয়া, সোমালিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, বুরুন্ডি, রিপাবলিক অব কঙ্গো, কিউবা, হাইতি, লাওস, সুদান, তুর্কমেনিস্তান সহ একাধিক দেশ থেকে আসা নাগরিকদের তথ্য যাচাই করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই ট্রাম্প এই সমস্ত দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। গতকালের গুলিকাণ্ডের পর আফগানিস্তানের সমস্ত ইমিগ্রেশন আবেদনও স্থগিত করে দেওয়া হয়েছে।
