AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিশা পাটানির নতুন প্রেমিক তলবিন্দরকে নিয়ে চর্চা…কেন মুখ দেখান না গায়ক?

কৃতী শ্যাননের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশা পাটানি, মৌনী রায় থেকে গায়ক তলবিন্দর। এদিন মৌনী তলবিন্দরের হাত ধরে হাঁটছিলেন। আসলে তিনি দিশার সঙ্গে তলবিন্দরের প্রেমের বিষয়টা আড়াল করছিলেন। গায়ক হিসাবে যখন শুরুর দিকে কাজ শুরু করেন তলবিন্দর, তখন সকলের সামনে এসেছেন। তবে ইদানীং ভীষণ জনপ্রিয় তিনি। ফেসপেন্ট করে জনসমক্ষে আসেন। তাই তলবিন্দর ঠিক কেমন দেখতে, তা নিয়ে আগ্রহ ছিল অনুরাগীদের মধ্যে।

দিশা পাটানির নতুন প্রেমিক তলবিন্দরকে নিয়ে চর্চা...কেন মুখ দেখান না গায়ক?
| Edited By: | Updated on: Jan 15, 2026 | 2:26 PM
Share

কৃতী শ্যাননের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশা পাটানি, মৌনী রায় থেকে গায়ক তলবিন্দর। এদিন মৌনী তলবিন্দরের হাত ধরে হাঁটছিলেন। আসলে তিনি দিশার সঙ্গে তলবিন্দরের প্রেমের বিষয়টা আড়াল করছিলেন। গায়ক হিসাবে যখন শুরুর দিকে কাজ শুরু করেন তলবিন্দর, তখন সকলের সামনে এসেছেন। তবে ইদানীং ভীষণ জনপ্রিয় তিনি। ফেসপেন্ট করে জনসমক্ষে আসেন। তাই তলবিন্দর ঠিক কেমন দেখতে, তা নিয়ে আগ্রহ ছিল অনুরাগীদের মধ্যে।

সম্প্রতি একটা অনুষ্ঠানে দিশার সঙ্গে তলবিন্দর পৌঁছেছিলেন ফেসপেন্ট ছাড়া। হয়তো ভেবেছিলেন বিষয়টা মিডিয়ার চোখ এড়িয়ে যাবে। কিন্তু তা হয়নি। বরং তলবিন্দরের ছবি সকলের সামনে চলে এসেছে। এরপর আবার, কৃতীর বাড়ির অনুষ্ঠানে দিশার সঙ্গে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে তলবিন্দরকে। এদিন মাস্ক পরেছিলেন। ফেসপেন্ট করেননি। মোটের উপর তলবিন্দর কেমন দেখতে আর কার সঙ্গে প্রেম করছেন, সে কথা অনেকে আঁচ করে ফেলেছেন। তবে এ বিষয়ে দিশা বা তলবিন্দর কিছু ঘোষণা করেননি।

একটা সাক্ষাত্‍কারে তলবিন্দরকে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি ফেসপেন্ট করে ঘুরে বেড়ান? তলবিন্দর উত্তর দেন, এর একাধিক কারণ রয়েছে। প্রথমত ফেসপেন্টের সঙ্গে তাঁর বাবার যোগ রয়েছে। দ্বিতীয়ত রাস্তায় বেরিয়ে ফুচকা খেতে চান তিনি। এরপর তলবিন্দর বলেন, ”আমি চাই না, বাথরুমে যাব আর নিরাপত্তারক্ষীরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকবেন!” বলিউডের তারকারা সত্যিই রাস্তার বের হলে সমস্যার মুখে পড়েন। তাঁদের জীবন উপভোগ করার পথেও অনেক বাধা আসে। সেই চিত্রই উঠে এসেছে তলবিন্দরের কথায়। এই মুহূর্তে গানের জোরে নাকি দিশা পাটানির সঙ্গে প্রেমের চোটে ভাইরাল তলবিন্দর, সেই উত্তর খুঁজছেন অনেকে।