
নিজের দ্বিতীয় মেয়াদ শেষ করে কি তবে এবার ধর্মের পথে হাঁটতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তিনি কি পোপ হতে চান? নেট মাধ্যম খুললেই এখন তাঁকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এমনই সব মজার মজার পোস্ট। কিন্তু কেন? আপাদমস্তক ব্যবসায়ী ট্রাম্পকে নিয়ে হঠাৎ ধর্ম গুরু হওয়ার জল্পনা কেন?
এই সব কিছুর মূলে একটা ছবি। যা সমাজমাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প নিজেই। ছবিটিতে দেখা যাচ্ছে শ্বেত শুভ্র পোপের পোশাকে সুসজ্জিত হয়ে একটি সিংহাসনে বসে আছেন। মার্কিন প্রেসিডেন্টের এই রূপ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। বলে রাখা ভাল এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহয্যে নির্মিত।
ট্রাম্পের এই পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার দেখা গিয়েছে নেট মাধ্যমে। কিছু নেট ব্যবহারকারী এটিকে হাস্যকর বলে মনে করেছেন। আবার কেউ কেউ এটিকে অসংবেদনশীল বলেও অভিহিত করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে উপহাস করার অভিযোগও তুলেছেন কেউ কেউ।
সম্প্রতি, এক সাংবাদিক ট্রাম্পকে এই বিষয়ে প্রশ্ন করেন। তিনি ট্রাম্পকে বলেন, “তিনি কি পরবর্তী পোপ হতে চান?” এই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি পোপ হতে চাই। এটাই হবে আমার প্রথম পছন্দ।”
Donald Trump shares photo of himself as Pope. pic.twitter.com/jxHCft9vob
— Pop Base (@PopBase) May 3, 2025
পরবর্তী পোপ কার হওয়া উচিত বলে তিনি মনে করেন, প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “না, আমি জানি না, আমার কোনও পছন্দ নেই”। তিনি আরও বলেন, “আমি অবশ্যই বলব যে আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউ ইয়র্ক নামক একটি জায়গা থেকে এসেছেন এবং তিনি খুব ভালো, তাই দেখা যাক কী হয়!”
দক্ষিণ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম এই বিষয়ে X-মাধ্যমে একটি পোস্টে করেন। ট্রাম্পের এই ইচ্ছা বিবেচনা করার জন্য পোপ কনক্লেভকে অনুরোধ করেছেন তিনি। গ্রাহাম লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী পোপ হতে চান শুনে আমি উত্তেজিত। এটা সত্যি একজন অন্ধকার প্রার্থী হবে, তবে আমি পোপ কনক্লেভ এবং ক্যাথলিক বিশ্বাসীদের এই সম্ভাবনা সম্পর্কে খোলা মনে ভাবার জন্য অনুরোধ করব! প্রথম পোপ-মার্কিন রাষ্ট্রপতি জুটির অনেক ভালো দিক রয়েছে।”